গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা ও টাকা ছিনতাই

- আপডেট টাইম : ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজার এলাকার বাসিন্দা মৃত বিশ্বেশ্বর কুন্ডুর ছেলে রাম কৃঞ্চ কুন্ডুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত হামলা ও মারপিট করে স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ চুরির ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) অনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে কুন্ডু ভ্যারাইটি স্টোরের সামনে আসিয়া দোকানের মালিকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় রাম কৃঞ্চ কুন্ডু গালিগালাজ করতে নিষেধ করলে আসামী শ্রী শুভ্র কুমার সাহার (৩২) হুকুমে শ্রী শুভ্র কুমার সাহা (২৫) সহ শ্রী শান্ত কুমার সাহা (২৫), শ্রী প্রান্ত কুমার সাহা (২৫), পিতাঃ শ্রী মুকুন্দ কুমার সাহা ও শ্রী দিপক কুমার সাহা (৩৫), পিতাঃ শ্রী গোবিন্দ কুমার সাহা বাদীর মুখ-মন্ডল ও মাথায় এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। ধ্বস্তাধস্তির সময় শুভ্র কুমার সাহা বাদীর গলা থেকে ২ ভরি ওজনের একটি চেইন টান দিয়ে ছিড়ে নেয়। যার আর্থিক মূল্য ১৮০০০০ (এক লক্ষ আশি হাজার টাকা) টাকা। সেই সময় শান্ত কুমার সাহা, প্রান্ত কুমার সাহা ও দিপক কুমার সাহা দোকানের ক্যাশ টেবিলের ড্রয়ার খুলে ৪ (চার) লক্ষ টাকা নিয়ে ভয়-ভীতি, হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তখন রাম কৃঞ্চ কুন্ডুর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের দোকানদার শ্রী লিটন কুন্ডু (৪০), শ্রী শিবু মোহন্ত (৫০), মোঃ জাহিদুল ইসলাম (৫৫), মোঃ মান্না মিয়া (৪৫), মোঃ আনিছ (৩০) সহ অনেকেই এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।