সংবাদ শিরোনাম ::
কুমিল্লার বুড়িচংয়ে রায়ান হত্যা মামলার আসামীদ্বয় গ্রেফতার
মোঃ আলাউদ্দিন ও মোঃ দেলোয়ার -
- আপডেট টাইম : ০৪:২৫:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ২৯২ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রায়ান হত্যা মামলার আসামি মোঃ সুজন পিতা শিরুমিয়া গ্রাম জগতপুর ( চাঁন বাদশা বাড়ি) থানা-বুড়িচং, কুমিল্লা’কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করিলে – আসামী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক নিজে সহ সহযোগী আসামিদের – নামে – জবানবন্দী পেশ করেন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরান হোসেন এঁর দিক নির্দেশনায় – ও -সহযোগিতায় এস আই মোঃ জাহাঙ্গীর হোসেন সাঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী কে গ্রেফতার করেন। তাঁদের বিচার পক্রীয়াধীন রয়েছে – জানা যায়।
আরো খবর.......