গাইবান্ধায় ৯’শত ৯০পিছ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

- আপডেট টাইম : ০৩:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১২২ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা শহরের মেডিকেল মোড় থেকে ৯৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এসময় রিয়াজ উদ্দিন রাজিব (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন রাজিব পিরোজপুর জেলার মাঠবাড়ীয়া উপজেলার বড় হারজী (হাওজী) গ্রামের আব্দুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা শহরের মেডিক্যাল মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় রাজিবের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃত রাজিবকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।