গরুর ল্যাম্পিরোগের আতংকে ফুলবাড়ির খামারি সহ সাধারন কৃষক

- আপডেট টাইম : ১১:২৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পল্লীএলাকায় গরুর ল্যাম্পিরোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে অনেক গরু মৃত্যু বরন করছে, গত প্রায় দুমাস যাবত গরুর এই রোগটি দিনাজপুরের ফুলবাড়ি সহ আশপাশের উপজেলা গুলোতে ছড়িয়ে পড়েছে। বিশেষত এই রোগটি গরুর ছোট বাছুরগুলোকে আক্রমণ করছে। হটাৎ গরুর শরিরে গুটি গুটি আকারে দেখা দিচ্ছে , পর্যায়েক্রমে এটি বড় হয়ে ফেটে যাচ্ছে, তখন গরুর শরিরে জ্বর বৃদ্ধি পাচ্ছে এবং গরুর খাওয়া বন্ধ হচ্ছে তখন গরু ধিরে ধিরে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে। এবিসয়ে ফুলবাড়ি উপজেলা প্রানীসম্পদ অফিসের ইউ,এল,ও ডাঃ মোঃ রবিউল ইসলাম এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে এই ল্যাম্পিরোগের চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ কি ব্যবস্থা গ্রহন করেছে মর্মে যানতে চাইলে তিনি বলেন, ল্যাম্পি রোগের প্রতিষেধক হিসেবে আমরা এখন পর্যুন্ত কোনো ভ্যাকসিন পাইনি, ভ্যাকসিন পাইলে উপজেলাব্যাপি সকল গবাদিপশুকে ল্যাম্পি প্রতিষেধক ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে আমাদের অফিসে জনবল কমথাকায় উপজেলার সকল ভ্যার্টিনারি পল্লী চিকিৎসক গনদেরকে নিয়ে আমরা সেমিনার করে প্রাথমিক চিকিৎসা ও করনিয় সম্পর্কে পরামর্শ দিয়েছি। এবং পাশাপাশি উপজেলার ইউনিয়নগুলোতে সকল খামারি ও সাধারণ গরুর মালিকগনকে নিয়ে সেমিনার করে পরামর্শ দিয়েছি। এযাবৎ ল্যাম্পি রোগে ফুলবাড়ি উপজেলায় কত সংখক গরু মারা গেছে যানতে চাইলে তিনি সুস্পষ্ট কোনো হিসেব দিতে পারনেনি।গরুর ল্যাম্পি রোগের প্রাদুরভাব সম্পর্কে উপজেলার মাদিলাহাটের পল্লীপশু চিকিৎসক মোঃ রেজাউল ইসলাম ও দৌলতপুর ইউনিয়নের মোঃ মোতালেব মুন্সীর সঙ্গে কথা বললে তারা জানান, গরুর ল্যাম্পি রোগ সারা উপজেলায় প্রচুর বিস্তারলাভ করেছে। এই রোগের নির্ধারিত কোনো চিকিৎসা নেই। আমরা যারা পল্লী পশুচিকিৎসক আছি গরুর ল্যাম্পি রোগের প্রাথমিক চিকিৎসা দিয়ে আক্রান্ত গরুটির জন্য সাভাবিক করনিয় সম্পর্কে খামারিদের ও সাধারণ কৃষকদের পরামর্শ দিতে হিমসিম খাচ্ছি। তবে গোটা উপজেলাব্যাপি এই রোগে শতাধিক গরু মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।