স্বদেশ পরিবহন ঢাকা থেকে সোনারগাঁ মুখী একটি বাসের চাপায় প্রাণহানি হয়ে যেতে পারত সংবাদকর্মী যারা হায়াৎ এর
- আপডেট টাইম : ০৭:৫৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
আজ ৩০.০৬.২০২৩ রাত্রে আনুমানিক ১০:২০ দিকে অসুস্থ বাচ্চা নিয়ে সিএনজি করে যারা হায়াত মহাখালী হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন। ঠিক শনির আখড়ার দিকে বাসটি হুট করে রাস্তায় কোন ধরনের কোন যানজট না থাকা সত্বেও সিএনজিটি কে চাপা দিতে দিতে একদম রাস্তার আইল্যান কাছে এর নিয়ে আসে। সিএনজি থেকে নেমে যারা হায়াৎ বাসটির কাছে একটু এগিয়ে যেতেই বাসটি সংবাদকর্মী যারা হায়াৎ এর গায়ের উপর উঠে যাওয়ার চেষ্টা করে। প্রাণহানির ক্ষয়ক্ষতি হবার ভয় পেয়ে সরে গেলে বাসটি সামনের দিকে চালিয়ে চলে যায়। সে সময় প্রখ্যাত দোষীরা আশেপাশের দোকান থেকে উঠে আসে, তারা মন্তব্য প্রকাশ করে এভাবে একজন মহিলার বাসটি এগিয়ে আসার জন্য কারণ কি এবং আমরাও দেখে উঠে আসলাম। এই ধরনের বাসচালকদের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে যখন সংবাদকর্মী যারা হায়াৎ স্বদেশ পরিবহনের হটলাইনে কল করে হটলাইন কল অপারেটর অথবা বাসের কর্তৃপক্ষ মোঃ সেলিম তাকে বলে চালকের ডিটেইলস সংগ্রহ করে দিবে অপেক্ষা করার জন্য, এবং এ বিষয় নিয়ে তারা দুঃখ প্রকাশ করে। একজন মানুষের প্রাণ হারাবার পর, দুঃখ প্রকাশের পর প্রাণ কি ফিরে আসে? সেই সিএনজিতে সংবাদকর্মী যারা হায়াৎ এর পরিবারের আর ও চারজন সদস্য ও সিএনজি চালক ছিলেন এই দুর্ঘটনার জন্য তারা কি প্রস্তুত ছিল? যদি ওই সময়ে দুর্ঘটনা হতো তাহলে এই দুর্ঘটনার জন্য আদো কে বা কারা দায়ী? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা এ ধরনের পরিবহন মালিকদের কাছে প্রশ্ন রেখে যাই কেন এই ধরনের মাদকাসক্ত বাস চালকদের নিয়োগ রেখেছেন? একজন যাত্রীর অথা একজন পথচারী জীবনের কোন নিশ্চয়তা নেই। এ ধরনের বাসচালকদের জন্য দুর্ঘটনা অনিবার্য।
দৈনিক সময়ের কন্ঠের পরিবার আশাবাদী দ্রুত সেই বাসচালকের নাম ঠিকানা ও পরিচয়পত্র দিয়ে সহায়তা করবে বাসের পরিচালক এবং দায়িত্বশীল কর্তৃপক্ষ।
পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সময়েয় কণ্ঠে