মহাদেবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট টাইম : ০৩:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৪৫ ৫০০০.০ বার পাঠক
মহাদেবপুর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোওয়া মাহফিল, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বুলবুল সিনেমা হল এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড মাছের মোড় বটতলায় আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানআহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, অর্থ সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন রিদয়, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা যুবলীগ আহবায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাওছার আলী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।#