ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মুক্তাগাছার মো. আব্দুল মজিদ
- আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
আজ ২২ জুন বৃহষ্পতিবার ময়মনসিংহ জেলার পুলিশ লাইন’স দরবার হলে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি মুক্তাগাছা মো. আব্দুল মজিদকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয় ও বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। আয়োজনে ময়মনসিংহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আবেগ,অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সততা,নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বে অবিচল থেকে বিশেষ কৌশল অবলম্বন,সঙ্গীয় সাহসী চৌকস অফিসার ও ফোর্স সমন্বয়ে অত্র থানা ও আন্তঃজেলা অভিযান পরিচালনায় দীর্ঘমেয়াদী পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ জনস্বার্থে স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজ গ্রেফতার, মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধে উঠান বৈঠকসহ প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও পরিবহণ সংগঠন নেতৃবৃন্দ ,স্বেচ্ছাসেবী সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে নিয়মিত মতবিনিময় সভা,সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকল্পে নিয়মিত ষ্টাফ মিটিং,ধর্মীয় উন্মাদনা,জঙ্গীবাদ নিরসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে ধর্মীয় প্রতিনিধি সমন্বয় সভাসহ মানবিক কাজে দায়িত্বশীলতা ও জঙ্গী গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মে/২৩ মাসের পারফরম্যান্স পর্যালোচনা ও অভিন্ন মানদন্ডের আলোকে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ কে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
গত ২৯ নভেম্বর ২০২২ খ্রীষ্টাব্দে অত্র থানায় যোগদানের পর মাত্র ৫ মাসের মধ্যেই এ সাফল্য অর্জিত হওয়ায় মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের, যাদের আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, উর্ধ্বতন কতৃপক্ষ যারা তাকে পরামর্শ ও উৎসাহ প্রদান করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলা পুলিশেরx সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়কে, যাদের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় আজকের এই সাফল্য অর্জিত হয়েছে।
উল্লেখ্য যে, ডিসেম্বর, ২২ – মে, ২৩ পর্যন্ত মাদক মামলা-৭৯টি, মাদক ব্যবসায়ী গ্রেফতার- ১১৮ জন, মাদক উদ্ধার- গাঁজা- ২০কেজি ৫০ গ্রাম, হেরোইন-৫৮৯ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-৩০ পিস, চোলাই মদ-১৬৫ লিটার, ইনজেকশন-৪২পিস, ট্যাপেনটাডোল (Tapentadol) ট্যাবলেট-১২০পিস, ডায়াজিয়াম- ৮০পিস, যার আনুমানিক বাজার মূল্য ৫৮ লক্ষ ৪৮ হাজার ৯৮০ টাকাসহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার ক্লুলেস হত্যা মামলা নং-১৭(৫)২৩ এর রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত ০১ জন আসামী গ্রেফতার, ক্লুলেস হত্যা মামলা নং-৪০(৫)২৩ এর রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।
‘পুলিশ-ই জনতা, জনতা-ই পুলিশ’ এই স্লোগানকে ধারণ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমজনতার সমন্বিত উদ্যোগ-ই পারে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় লালিত স্মার্ট ও স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়তে।