ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা/ দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা ডাইনি হাসিনা থেকে রেহাই পেয়েছি দুর্ঘটনায় আহত শ্রমিক সুচিকিৎসা ও সেবা-পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছে দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে: সিইসি ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত গাজীপুরে আম ছেঁড়াকে কেন্দ্র করে গর্ভের শিশুর মর্মান্তিক মৃত্যু আহত ৯ ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে

কালিয়াকৈরে খাস পুকুর ব্যক্তির নামে সাব লিজ নিয়ে দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিনিধ।
  • আপডেট টাইম : ০৬:৪৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ২৩১ ৫০০০.০ বার পাঠক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন কাঠুরিয়া চালা এলাকায়।বালিয়া পুকুর নামে পরিচিত সরকারী খাস পুকুর। কৌচাকুরি

মিশ্র মৎস্যচাষী সিআইজি সমবায় সমিতি লিমিটেড যাহার গভ,রেজি নং ৩৪।
সমিতির ২০ জন সদস্যদের মধ্যে ৬ জন কার্যনির্বাহী, বর্তমান সাধারন সম্পাদক, মোঃ মজিবর রহমান বলেন,আমি চাকুরী জীবী এজন্য আমাদের এই সমিতির
রেজুলেশন সহ সমস্ত কাগজ পত্র সিল মোহর। সাবেক সাধারন সম্পাদক, মোঃ হারুন এর কাছে সব সময় থাকে। আমাদের অনেক সদস্যের সই জাল করে রাকিব নামে এক ব্যাক্তির নিকট হস্তান্তর করেন। আমি পরে জানতে পারি হারুন আর্থিক সুবিধা নিয়ে এই কাজ করেন।সমিতির সদস্য মোঃ কবির হোসেন বলেন।আমাদের সমিতির সব সদস্য এর অনুমতিক্রমে আমাকে পুকুর দেখভালো করার দায়িপ্ত দেয়।সমিতির পক্ষথেকে গত তিন বৎসর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু কিছুদিন হল জানতে পারলাম রাকিব নামে যে লোকটি ওনি। আমাদের এই সমিতির সদস্য নন। সভাপতি সহ অনেক সদস্যের সই জাল করে মালিকানা দাবীকরে।এই কাজে সম্পূর্ণ সহযোগীতা করেন সাবেক সাধারন সম্পাদক মোঃ হারুন। ওনি আরও বলেন আমার জানামতে সরকারী খাস পুকুর উপজেলা অফিস থেকে সমিতির নামে লিজ দেয়।কিন্তুু এখানে তা বিপরীত মূখী ঘটনা ঘটেছে,সমিতির নামে এনে রাকিব এর কাছে দেন হারুন। তাই আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করি।

সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন বলেন।রেজুলেশন সিল মোহর সহ সব কিছু, সাবেক সাধারন সম্পাদক মোঃ হারুনের কাছে থাকে।কবে কখন রাকিবের নিকট তিনশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে সই জাল করে দেন এব্যাপারে আমি অবগত না।তবে আমি সভাপতি আমার পদবীর উপর। রাকিব নামের লোকটি সই করে আমি পরে জানতে পেরেছি।আমি ঘটনার সুষ্ট সমাধান চাই এবং দোষীদের শাস্তি দাবী জানাই। মোঃ হারুন বলেন, আমি কোন সই জাল করিনি আমার বিরোদ্বো আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

যাহার তফসিল পরিচয়
মৌজা ভান্নারা, দাগ নং এস এ ০৮, আর এস ০৯ যাহার আয়তন ১.২২ শতাংশ। যাহার চৈহদ্দী উত্তরে মালিকানা, পশ্চিমে রাস্তা,দক্ষিনে খাস,পূর্বে খাস। স্থানীয় সূত্রে জানাযায়, পুকুরটি সমিতির পক্ষথেকে শাহালম,কবির,মাছের রেনু পোনা খাবার দেয়। আমরা জানি রাকিব এর কাছথেকে হারুন আর্থিকভাবে লাভবান হয়ে এই কা করেন।
এমতাবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে খাস পুকুর ব্যক্তির নামে সাব লিজ নিয়ে দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন কাঠুরিয়া চালা এলাকায়।বালিয়া পুকুর নামে পরিচিত সরকারী খাস পুকুর। কৌচাকুরি

মিশ্র মৎস্যচাষী সিআইজি সমবায় সমিতি লিমিটেড যাহার গভ,রেজি নং ৩৪।
সমিতির ২০ জন সদস্যদের মধ্যে ৬ জন কার্যনির্বাহী, বর্তমান সাধারন সম্পাদক, মোঃ মজিবর রহমান বলেন,আমি চাকুরী জীবী এজন্য আমাদের এই সমিতির
রেজুলেশন সহ সমস্ত কাগজ পত্র সিল মোহর। সাবেক সাধারন সম্পাদক, মোঃ হারুন এর কাছে সব সময় থাকে। আমাদের অনেক সদস্যের সই জাল করে রাকিব নামে এক ব্যাক্তির নিকট হস্তান্তর করেন। আমি পরে জানতে পারি হারুন আর্থিক সুবিধা নিয়ে এই কাজ করেন।সমিতির সদস্য মোঃ কবির হোসেন বলেন।আমাদের সমিতির সব সদস্য এর অনুমতিক্রমে আমাকে পুকুর দেখভালো করার দায়িপ্ত দেয়।সমিতির পক্ষথেকে গত তিন বৎসর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু কিছুদিন হল জানতে পারলাম রাকিব নামে যে লোকটি ওনি। আমাদের এই সমিতির সদস্য নন। সভাপতি সহ অনেক সদস্যের সই জাল করে মালিকানা দাবীকরে।এই কাজে সম্পূর্ণ সহযোগীতা করেন সাবেক সাধারন সম্পাদক মোঃ হারুন। ওনি আরও বলেন আমার জানামতে সরকারী খাস পুকুর উপজেলা অফিস থেকে সমিতির নামে লিজ দেয়।কিন্তুু এখানে তা বিপরীত মূখী ঘটনা ঘটেছে,সমিতির নামে এনে রাকিব এর কাছে দেন হারুন। তাই আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করি।

সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন বলেন।রেজুলেশন সিল মোহর সহ সব কিছু, সাবেক সাধারন সম্পাদক মোঃ হারুনের কাছে থাকে।কবে কখন রাকিবের নিকট তিনশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে সই জাল করে দেন এব্যাপারে আমি অবগত না।তবে আমি সভাপতি আমার পদবীর উপর। রাকিব নামের লোকটি সই করে আমি পরে জানতে পেরেছি।আমি ঘটনার সুষ্ট সমাধান চাই এবং দোষীদের শাস্তি দাবী জানাই। মোঃ হারুন বলেন, আমি কোন সই জাল করিনি আমার বিরোদ্বো আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

যাহার তফসিল পরিচয়
মৌজা ভান্নারা, দাগ নং এস এ ০৮, আর এস ০৯ যাহার আয়তন ১.২২ শতাংশ। যাহার চৈহদ্দী উত্তরে মালিকানা, পশ্চিমে রাস্তা,দক্ষিনে খাস,পূর্বে খাস। স্থানীয় সূত্রে জানাযায়, পুকুরটি সমিতির পক্ষথেকে শাহালম,কবির,মাছের রেনু পোনা খাবার দেয়। আমরা জানি রাকিব এর কাছথেকে হারুন আর্থিকভাবে লাভবান হয়ে এই কা করেন।
এমতাবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।