রানীশংকৈলে নেই( Snake bite vaccine) সাপের কামড়ে এক জনের মৃত্যু
- আপডেট টাইম : ০৪:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ৩১০ ৫০০০.০ বার পাঠক
রানিশংকৈলের ধর্মগড় ইউনিয়নের চেকপোষ্ট শাহানাবাদ গ্রামে বিষধর সাপের কামড়ে ,বাবু (৩০) নামে এক্ কৃষকের মৃত্যু হয়েছে ।
বুধবার (১৮) মে বিকাল ৪ টায় বেগুন ক্ষেতে বিষ প্রয়োগের সময় কৃষি জমিতে তাকে বিষধর সাপ কামড় দেয় । সাপে কামোড় দেওয়ার পর গ্রমের কবিরাজ, অঝা দ্বারা বিষ নামানোর চেষ্টা ব্যর্থ হোলে ,রানিশংকৈল ক্লিনিকে আনলে কতৃপক্ষ ভ্যাক্সিন নেই বলে জানান ।
তাতক্ষিওনিক ঠাকুরগাও সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেও , ( Snake bite vaccine)এর সরবরাহ না থাকায় রুগিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন ,পথিমধ্যে তিনি মৃত্যুর কলে ঢলে পড়েন।
ঠাকুরগাও জেলার সরকারি হাস্পাতাল গুলোতে ভেক্সিন ( Snake bite vaccine) না পাওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
এছাড়াও, রানিশংকৈলে ( Snake bite vaccine)ভেক্সিনের অভাবে বিগত দিনে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে বলে জানা গেছে ।
( Snake bite vaccine)) ভ্যাক্সিনের বিষয়ে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ফিরজ আলমের সাথে কথা বললে তিনি জানান আমাদের হাসপাতালে( Snake bite vaccine) ভ্যাক্সিন নেই।
এব্যপারে সচেতন মহল মত পোষন করে বলেন ,উপজেলা সরকারি হাসপাতাল গুলোতে সাপের ভ্যাক্সিন থাকা অতিব জরূরি ।