সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলার কাশিমপুরে-২০ বছরের ছেলে-নাহিয়ান গালিভের উপর হামলা
দৈনিক সময়ের কন্ঠ ক্রাইম রিপোর্ট
- আপডেট টাইম : ০১:৩৫:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায়-গত-১৮/১০/২০২০ ইং-তারিখে-২০ বছরের ছেলে-নাহিয়ান গালিভ-মেডিসিন ক্রয় করে সুলতান মার্কেট থেকে-ফেরার সময়,আনুমানিক রাত ১১ টায়-সুলতান মার্কেট অটো স্ট্যান্ডের ৩ তলা ভবনের সামনে-সন্ত্রাস রহমত উল্লাহ ৩৮ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী নিয়ে নাহিয়ান গালিভের উপর হামলা চালিয়ে-তাঁর থেকে ওষুধ এবং নগদ অর্থ নিয়ে যায়,এতে-নাহিয়ান গালিভের মাথা ফেটে যায়,পরবর্তীতে উক্ত বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়-কাশিমপুর থানায়,বর্তমানে দুষ্কৃতকারীরা কাশিমপুর থানার আশে পাশে অবস্হান করছে-অন্যায় করার পরও,উক্ত সব দুষ্কৃতকারীদের আইনের আওতায়েনের শাস্তি প্রদানের অনুরোধ জানান-গাজীপুর জেলা পুলিশের প্রতি গাজীপুরের শুশীল সমাজ।
সময়ের অনুসন্ধানে চোখ রাখুন
আরো খবর.......