কাউন্সিলর পদপ্রার্থী রহিম খাঁন এর নাম মানুষের হৃদয়ে
- আপডেট টাইম : ১১:২৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৩৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচন আগত,যতদিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে নির্বাচনের দিন।তবে মহানগরের ১ নং ওয়ার্ডেরী কাউন্সিলর পদপ্রার্থী রহিম খান কে টপকিয়ে যাওয়া খুব কঠিন হবে,,কাউন্সিলর রহিম খান এর নাম মানুষের হৃদয়ে গাঁথা।রহিম খান ১ নং ওয়ার্ডবাসীর জন্য এক ঐতিহাসিক ইতিহাস হয়ে থাকবে।জনগন থেকে রহিম খান কে আলাদা করার সুযোগ আছে বলে মনে করেন না এলাকার শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা।
জনপ্রিয়তা সহজ কথা নয়,,লোক দেখানো মিছিল বিরিয়ানি খিচুড়ির মহা উৎসব করে মানুষের হৃদয়ে প্রবেশ করা সহজ কথা নয়।
জনগন এখন সবচয়ে বেশি সচেতন,দেশের উন্নয়নের ধারা যতবেশি উন্নত ঠিক তত বেশি মানুষের বিবেক জাগ্রত,মানুষ বিক্রি হয় বিবেক নয়।
মহানগরের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রহিম খান সবচেয়ে বিনয়ী, নিষ্ঠাবান,ভদ্র শিক্ষিত মার্জিত,জনগনের ডাকে তাৎক্ষণিক সাড়া দেওয়ার নামই রহিম খান,,কাউন্সিলর পদপ্রার্থীর সাথে নির্বিঘ্নতায় দেখা করার নামই রহিম খান।
একটি বিশেষ বক্তব্যের শুরুতে কাউন্সিলর পদপ্রার্থী রহিম খান বলেন,এই সোনার দেশ স্বাধীন করতে যারা জীবন দিয়েছেন সকল শহীদের আত্তার মাগফিরাত কামনা করি।
প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই রহিম,আমি ১ নং ওয়ার্ডের জন্য কাজ করেছি কি না,আপনাদের ডাকে সাড়া দিয়েছি কিনা,সেটা আপনারাই ভালো জানেন,আপনাদের চোঁখে আমি যদি যোগ্য হয়ে থাকি আমাকে একটিবার সেবা করার সুযোগদিন।
দেশে জ্বালানি সংকটের কারণে বৈদ্যুতিক লোডশেডিং হচ্ছে ফলে সাময়িক কিছুটা ভোগান্তি হলেও আমরা ভালো আছি,আসুন দেশের জন্য কাজ করি মা মাটি মানুষের জন্য কাজ করি, আমার ও আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সকলের একাত্ততায় সামনে আমরা আরো ভালো থাকবো এই কামনা করি।