অর্থের অভাবে আটকাবে কেন-মেঘনা(কুমিল্লা)বিভাগ-ও-পদ্মা(ফরিদপুর)বিভাগ!?
- আপডেট টাইম : ০৪:০৯:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের জনগনের দাবীর প্রেক্ষীতে-বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী-শেখ হাসিনা বলেছিলেন-তিনি দুইটি নতুন বিভাগ বানাবেন-একটি মেঘনা নামে,যার বিভাগীয় কমিশনার কার্যালয় হবে-কুমিল্লায়।দ্বিতীয়টি পদ্মা নামে,যার বিভাগীয় কমিশনার কার্যালয় হবে-ফরিদপুরে।
কিছুদিন অতিবাহিত হওয়ার পর-বাংলাদেশের লেখকরা লিখল-তাহলে সব বিভাগের নাম নদীর নামে নামকরন করেন।কিছুদিন পর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষনা দেন-অর্থের অভাবে আপাতত হচ্ছে না-মেঘনা,পদ্মা- বিভাগ।
এতে ক্ষিপ্ত হল-বাংলাদেশের প্রাচীন দুই জেলা-কুমিল্লা ও ফরিদপুর এর জনগন।তাঁদের ভাষ্য-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন-বাংলাদেশ আজ অর্থে সমৃদ্ধশালী,বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে পর্যাপ্ত,যা দিয়ে বাংলাদেশ চলবে বহুদিন, আমাদেরকে আর পকির মিসকিনের দেশ কেউ বলতে পারবে না,আমরা এ দেশের জনগণ-সারা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো।তাহলে দেশের এই অর্থ যাচ্ছে কোথায়!?। অর্থের অভাবে কেন নবগঠিত দুটি বিভাগ মেঘনা পদ্মা আটকে থাকবে?।
মেঘনা বিভাগ গঠনের টাকা দিবে চট্টগ্রাম বিভাগ,পদ্মা বিভাগ গঠনের টাকা দিবে ঢাকা বিভাগ।এতে হয়ে যাবে-নতুন দুইটি বিভাগ,মনে করেন-বাংলাদেশের জনগন। সামনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে-
press24-pressinhouse24 এর জরিপে জানা যায়-দুটি বিভাগ বাংলাদেশের ভিত্তি মজবুতের জন্য-দ্রুত বাস্তবায়ন
প্রয়োজন।যা-বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে মাথায় রেখে-বিভাগ দুহটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।বাংলাদেশের উন্নয়নের জন্য।
লেখক-
লেখক কবি ও সাংবাদিক
মোহাম্মদ আবু কাউসার তুষার
দৈনিক সময়ের কন্ঠ