গাজীপুরে জমি দখলের অভিযোগ বাদী-বিবাদীকে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে হাজির করণের নির্দেশ
- আপডেট টাইম : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কাশিমপুর থানাধীন সুরাবাড়ী গ্রামের ২০.৫ শতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। বিগত ১৯ ফেব্রুয়ারী ২০২৩ খ্রীষ্টাব্দ রোজ রবিবার গাজীপুর কোনাবাড়ী জোন-এর সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এই অভিযোগ দায়ের করা হয়। যার স্বারক নং- অপরাধ (উত্তর) ৫৬৫/ভি তারিখ-১৯/০২/২৩ খ্রিঃ।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, অছিম উদ্দিনের চার ছেলে-মেয়ে (দুই ছেলে ও দুই মেয়ে) বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ কারীরা হলেন, মাইনুল ইসলাম, মো. শাহিন উদ্দিন, মোসা. বছিরন নেছা ও মোসা. বেদেনা বেগম।
বাদীগণ তাদের অভিযোগে কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের মাহবুবুর রহমান,জামাত নেতা যুদ্ধাপরাধী মৃত পিতা- মো. রফিকুল ইসলাম,ভূমিদস্যু মো. ইদ্রিস মোল্লা পিতা মৃত -নিজাম মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে জোর পূর্বক জমি দখলের অভিযোগ করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার মো. দিদারুল ইসলাম ( বিপি – ৮৮১৯২২৪০০৮ ) ২৭ ফেব্রুয়ারী সকাল ১০:৩০ মিনিটে তার নিজ কার্যালয়ে গণশুনানীর সময় ধার্য করেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদী-বিবাদীদের যথাসময়ে উপস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। গণশুনানীতে জমির উপযুক্ত কাগজ সঙ্গে নিয়ে আসতে বলা হয়। চিঠির স্বারক নং- ৩৯৫/এসি কোনাবাড়ী।
সহকারী পুলিশ কমিশনারের চিঠির ভিত্তিতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মো. খলিলুর রহমানকে চিঠি প্রাপ্তির ১দিন পর (২৮ ফেব্রুয়ারী ) গণশুনানীর জন্য বাদী-বিবাদীদের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।দৈনিক সমাহার কন্ঠ পত্রিকা চোখ রাখুন