বাঁচতে চায় জামিলা সকলের নিকট মানবিক সাহায্যের আবেদন
- আপডেট টাইম : ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
ঢাকা মেডিকেলএ অসুস্থ অবস্থায় ভর্তি সোহেল এর মেয়ে জামিলা। বরিশাল বাবুগঞ্জ রহমতপুর এলাকায় অসুস্থ জামিলার ঠিকানা।
জন্মানোর ৬ বছর বয়সেই ব্রেন স্টোক এর অসুস্থতায় ভুগছেন জামিলা।
সীমিত সময়ও ভালো থেকো ও ভালো নেই জামিলা। জামিলার পিতা সোহেল অতি দরিদ্র থাকায় মেয়ের চিকিৎসা করতে অক্ষম। তার আর্থিক অবস্থার সাথে জামিলার চিকিৎসার ব্যবস্থা করতে রয়েছে অনেক দূরত্ব। যার কারনে অসুস্থ অবস্থায় মেডিক্যাল এ ভর্তি আছে জামিলা। জামিলার ব্রেন স্টোক এর চিকিৎসা করতে দরকার অনেক অর্থ।
অর্থ যোগাতে চেষ্টা করছে পরিবারের সদস্যরা। সামর্থ না থাকায় হচ্ছে না জামিলার সঠিক চিকিৎসা। অসহায় অবস্থায় মেডিক্যাল বেডে রয়েছে পড়ে। অসহায় জামিলা কে বাঁচাতে হলে দরকার সুচিকিৎসা। সুচিকিৎসার জন্য দরকার মেডিক্যাল এর পাওনা অর্থ দিলেই হবে জামিলার সুচিকিৎসা। জামিলা কে বাঁচাতে সকলের নিকট মানবিক সাহায্যের আবেদন তার পরিবারের ও বরিশাল বাসি জনগণের। দেখার জন্য ঠিকানা মেডিক্যাল এর রুম নাম্বার ২০০ এ সিট ৪ এ ভর্তি অবস্থায় আছেন জামিলা। গত ২৫/১২/২৪ থেকে অসুস্থ অবস্থায় ভুগছেন জামিলা। বর্তমানে ১৭/১/২৫ থেকে ঢাকা মেডিক্যাল এ ভর্তি অবস্থায় আছে। জামিলা কে বাঁচাতে সকলে এগিয়ে আসুন সকলের সহযোগিতায় বেঁচে থাকবে একটি পরিবারের সন্তান। সাহায্যের জন্য যোগাযোগ ঃ
01799 – 353701 (বিকাশ)
01797 – 347293
01606 – 467619.
সকলের মাঝে বাঁচতে চায় জামিলা সকলের সহযোগির জন্য অনুরোধ পরিবারটির।