বালিয়াডাঙ্গীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

- আপডেট টাইম : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গি থানা পুলিশ।
গত রবিবার (২৬ মার্চ) রাত সোয়া ১টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর কেরিয়ালি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী ও একই ইউনিয়নের হরিপুর হিন্দুপাড়া গ্রামের মৃত মহেন্দ্র পালের ছেলে শ্রী রাজ্যপাল।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাত সোয়া ১ টায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই আব্দুস সোবহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীদের রবিবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।