২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৭৩ ১৫০০০.০ বার পাঠক
৩১ বার তোপধ্বনির মাধ্যমে টাঙ্গাইলের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা।এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। কালিহাতীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত।শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের সমাবেশ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, আনসার,স্কাউট, ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যগন।উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী,আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। উপজেলা চেয়ারম্যান আনসার আলী বিকম। ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল। কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকার। বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙাল। সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন। কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ নাজমুল হুসেইন উপজেলা নির্বাহি অফিসার। উপজেলা হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।