বিরামপুর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
- আপডেট টাইম : ০৯:৩৯:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
- / ২৫১ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনের রেলওয়ের অবৈধভাবে দখলে থাকা ভুসম্পত্তি হতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করার জন্য আজ ৩১শে জানুয়ারী মঙ্গলবার অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভু সম্পত্তি অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট পাকশী,মিঃ নুরুজ্জামান এবং রেলওেয়ের ভুসম্পত্তি সম্পর্কিত কানুনগো পার্বতীপুর মিঃ জিয়াউল হক। অভিযান পরিচালনা চলাকালে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার শ্রী পরিমল কুমার এসে অভিযানে যোগদেন। এছাড়াও পাকশী ও পার্বতীপুর রেলওেয়ের অনেক পদস্থ কর্মকর্তা এবং কর্মচারী গন অভিযানে উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিরামপুর থানার পুলিশবাহিনির সহায়তা নেন। অভিযানে তারা বেশকিছু বাড়ি ও অবৈধভাবে স্থাপিত ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলেন।
অভিযানের আওতায় পড়া লোকজনের সঙ্গে কথা বললে তারা বলেন আমাদের কে আগে কোনো নোটিশ দেয়া হয়নি, গতকাল রাত ৯ ঘটিকার সময় সব দোকানপাট ও বাড়ি ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে । আমরা সব কিছু সরিয়ে নেওয়ার জন্য সুযোগ পাইনি, আজ সকালে বুলড্রোজার দিয়ে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সব কিছু অবলোকন করে দেখা যায় সবমিলিয়ে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। অভিযানের আওতায় পড়া গরিব অসহায় ছোট ছোট কিছু ব্যবসিক আছে যাদের দোকানটিই ছিল রুজিরোজগারের একমাত্র অবলম্বন যা ভেঙে দেওয়ায় তারা হলো নিঃস্ব।