পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগতা সমাপনী খেলা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
রংপুরের পীরগঞ্জে আন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতির আয়োজনে ১০ জানুয়ারি উপজেলার পাঁচটি ইভেন্টে দলীয় ভিত্তিক আটটি এবং এথল্যটিকে মিলে শতাধিক প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করে।আজ ১৫ জানুয়ারি সোমবার পৌরসভার বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাগুলোর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় । খেলা শেষে বিকাল পাঁচ ঘটিকায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল , একাডেমী সুপার ভাইজার এ বি এম সাজেদুল বারী, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্যাহেল গালিব, বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম, বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন ।বক্তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করার আহ্বান জানান ।