দরবস্ত ইউনিয়নে বসতবাড়ির রাস্তা বন্ধ করে বাঁশঝাড়ের বাঁশ কাটার অভিযোগ

- আপডেট টাইম : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৯২ ১৫০০০.০ বার পাঠক
গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে হোসেনপুর গ্রামের দুই কবলাদারের দ্বন্দ্বে বসতবাড়ির রাস্তা বন্ধ করে বাঁশঝাড়ের বাঁশ কাটার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা এবং এর আগে বসতবাড়ির রাস্তায় মাটি ভরাট করে দখলে নিয়েছে আফছার আলী ও ছামছুল গংরা বলে অভিযোগ তোলেন বেলাল হোসেন। এ ঘটনায় শনিবার (১৪ জানুয়ারি) একটি লিখিত অভিযোগ গোবিন্দগঞ্জ থানা জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, এক একর ৩৯ শতক জমি আফসার ও বেলাল গংরা কবলামূলে মালিক হয়। পরে দখলভোগে দ্ন্দ্ব সৃষ্টি হলে ২০০৬ সালে বাটোয়ারা মামলায় বেলাল গংরা রায় পায়। সেমূলে আফসার গংরা জমির দখল ছাড়তে নারাজ। এর মাঝে প্রিণ্ট পর্চায় ওই বাঁশঝাড়ের পুরো অংশ আফসারদের নামে হওয়ায় বিপত্তিতে পরে বেলাল গংরা। বর্তমানে তারা বসতবাড়িতে চলাচল ও নিজের কবলাকৃত জমির বাঁশ রক্ষায় অনেকটা নিরুপায়। তিনি আদালতের রায় ও ইউনিয়ন পরিষদের শালিস বৈঠকের সিদ্ধান্ত রক্ষায় সংশ্লিষ্টদের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন।