রংপুরে ডিভাইন কেয়ারের শীতবস্ত্র বিতরণ

- আপডেট টাইম : ০২:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৯০ ৫০০০.০ বার পাঠক
রংপুরে সেচ্ছাসেবী সংস্থা ডিভাইন কেয়ার ফাউন্ডেশন ও অলাভজনক ডিভাইন কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটির উদ্যেগে প্রতিবন্ধী, বিধবা ও হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ১৩ জানুয়ারি) বিকেলে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানি মোড়, রামগোবিন্দ এলাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংস্থাটির সদস্যরা।
কয়েকদিন যাবৎ রংপুরে তাপমাত্রা কম হওয়ায় তীব্র শীতে কাঁপছে এ অঞ্চলের সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের দরিদ্রর পরিবারগুলো। ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এসব দরিদ্রের শীতনিবারনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় কম্বল বিতরণের উদ্যেগ নিয়েছে। প্রথম পর্যায়ে ৭৪৪ টি কম্বল বিতরণ করছে তারা।
ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের সিইও কনিকা রাণী সরকারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভাইন কো-অপারেটিভ কনজুমার্সের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ কনক দেবনাথ ও এডভাইসর রতন চন্দ্র প্রধান প্রমুখ।