আসন্ন বিশ্ব ইজতেমা/২৩ উপলক্ষে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলো-আপ সভা অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৭:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ২০১ ১৫০০০.০ বার পাঠক
অদ্য ৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ ১৫:৩০ ঘটিকায় গাজীপুর মহানগরীর ইজতেমা মাঠ সংলগ্ন বাটা গেইট রোডে আগামি ১৩-১৫ জানুয়ারি ২০২৩ তারিখ ১ম পর্ব এবং ২০-২২ জানুয়ারি ২০২৩ তারিখ ২য় পর্ব টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে গত-১৩/১০/২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি ও বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ফলো-আপ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনাব আ ক ম মোজাম্মেল হক, এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব ফরিদুল হক খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সিনিয়র সচিব, জন নিরাপত্তা বিভাগ, জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), মাননীয় পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর, জনাব আসাদুর রহমান কিরণ, মেয়র (ভারপ্রাপ্ত), গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব আনিসুল হক, জেলা প্রশাসক, গাজীপুর এবং ইজতেমার উভয় পক্ষের মুরুব্বিগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় পুলিশ কমিশনার-ইজতেমায় ট্রাফিক ব্যবস্থাপনা, পার্কিং ব্যবস্থাপনা সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন এবং আসন্ন ইজতেমা সাফল্যমণ্ডিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত আছে মর্মে উল্লেখ করেন।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে গত ১৩/১০/২০২২ খ্রিঃ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সকল সংস্থাকে ধন্যবাদ দেন। সকলের আন্তরিক সহযোগিতায় এবারের ইজতেমা সফল হওয়ার আশ্বাস জ্ঞাপন করেন।