ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় এসকে সুরের হাত দিয়ে গ্যাস-সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট হলে নতুন বিনিয়োগ বাড়বে ঢাকা রাজধানী শাজাহানপুর ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরে প্রতিবেশীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুই: তদন্তে পুলিশ নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক ওভারটাইম আর নাইট বিলের টাকায় গড়েছেন 📖 সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার মাগুরায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ জিএমপি’র কোনাবাড়ি থানার ওসির ঘুষ কেলেংকারীতে তিন এসআই প্রত্যাহার

চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:১৮:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ১৮৯ ৫০০০.০ বার পাঠক

নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রাব্বি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাসেল এবং মাইন উদ্দিন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে কবিরহাট- সোনাপুর সড়কের কবিরহাট সিনেমাহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে রাসেল (৩০) ও পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোষবাগ এলাকার হাসান আলী মিস্ত্রী বাড়ির আবদুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)।

জানা গেছে, অটোরিকশা চালানোকে কেন্দ্র করে রাসেলসহ কয়েকজনের সাথে বিরোধ সৃষ্টি হয় রাব্বির। এ বিরোধের জের ধরে রোববার রাতে রাব্বি অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারে যাওয়ার পথে এজাহার নামীয় ৩নং আসামিসহ অজ্ঞাত ৮-১০ জন পরস্পর যোগসাজশে রাব্বির অটোরিকশার গতিরোধ করে তাকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এনায়েত নগর এলাকার পুকুর পাড়ের ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থলেই সে মারা যায়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

আপডেট টাইম : ১০:১৮:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রাব্বি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাসেল এবং মাইন উদ্দিন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে কবিরহাট- সোনাপুর সড়কের কবিরহাট সিনেমাহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে রাসেল (৩০) ও পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোষবাগ এলাকার হাসান আলী মিস্ত্রী বাড়ির আবদুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)।

জানা গেছে, অটোরিকশা চালানোকে কেন্দ্র করে রাসেলসহ কয়েকজনের সাথে বিরোধ সৃষ্টি হয় রাব্বির। এ বিরোধের জের ধরে রোববার রাতে রাব্বি অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারে যাওয়ার পথে এজাহার নামীয় ৩নং আসামিসহ অজ্ঞাত ৮-১০ জন পরস্পর যোগসাজশে রাব্বির অটোরিকশার গতিরোধ করে তাকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এনায়েত নগর এলাকার পুকুর পাড়ের ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থলেই সে মারা যায়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।