রাস্তার জন্য দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
- আপডেট টাইম : ০৭:৫৯:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ১৭৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর পশ্চিমে ভাটি অঞ্চলে অবস্থিত গোয়ারনগর ইউনিয়ন।যেখানে বারো মাস যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা।আর হেমন্তকালে পায়ে হেটে চলাচলের জন্য রয়েছে গোয়ালনগর থেকে ভিটাডুবি পর্যন্ত একটি কাঁচা রাস্তা।সরেজমিন এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,উক্ত রাস্তাটি দিয়ে গোয়ালনগর,রামপুর,নোয়াগাঁও,মাছমা ও সীমের কান্দি এই পাঁচ গ্রামের প্রায় বারো হাজার নারী পুরুষ চলাচল করে।আর সেখানে লোকজন চলাচলের একমাত্র বাহন মোটর সাইকেল।কিন্তু রাস্তাটি ভগ্নদশায় পতিত হওয়ার কারনে চলাচল করতে পারছে না জনসাধারণ।দেখা গেছে হাওড় অঞ্চল প্রকল্প (হিলিপ) এর মাধ্যমে ভিটাডুবি থেকে আশা নগরের কাছাকাছি রাস্তাটির কিছু অংশ কোন এক কালে পাকা করলেও ঠিকাদারের দুর্নীতি আর নিম্নমানের কাজের কারনে পাকা রাস্তাটি ভেঙ্গে বড় বড় খানাখন্দ আর ভগ্নদশায় পরিনত হয়েছে।রাস্তার উপরে নির্মিত তিনটি ব্রীজ ও কালভার্টের গোড়ার মাঠি সরে গিয়ে খু্বই ঝুকিপুর্ন অবস্থায় দাড়িয়ে রয়েছে ব্রীজ ও কালর্ভাট তিনটি। প্রতিদিন রাস্তায় চলাচলকারী কয়েকজন মোটর সাইকেল চালক জানায়,রাস্তার ভগ্নদশা আর ভঙ্গুর ব্রীজ কালভার্টের কারনে জীবণের ঝুকি জেনেও উক্ত রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাচল করছেন তারা।যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।রাস্তাটি দিয়ে অসুস্থ রোগী,বৃদ্ব নারী পুরুষ আর গর্ববতীদের নিয়ে আসলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
গোয়ালনগরের স্থানীয় বাসিন্দারা জানায় বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হলেও পাঁচ গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি।বাস্তবায়ন হয়নি প্রধান মন্ত্রীর শ্লোগান গ্রাম হবে শহর।তাই পাঁচ গ্রামের জনসাধারণ রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য,আলহাজ্ব বি,এফ ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন।