প্রকল্পের ঘর দেওয়ার প্রলোভনে সেনবাগে নারী ধর্ষনের অভিযোগ
- আপডেট টাইম : ০১:৪৩:০৫ অপরাহ্ণ, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৭ ৫০০০.০ বার পাঠক
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন। সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার প্রলোভন দেখিয়ে রোকসানা বেগম নামের এক নিরীহ মহিলাকে ধর্ষন করে ইয়াবা সম্রাট ও সাবেক জনপ্রতিনিধি গোলাপ মেম্বার।
স্বামী, সন্তান ও গৃহহীন রোকসানা বেগম দীর্ঘ দিন ছাতারপাইয়া বাজারের পাশে ওহাব বিল্ডিংয়ের নিচ তলায় বসবাস করে। একই বিল্ডিংয়ের উপরের তলাতেই বসবাস করবে সাবেক মেম্বার গোলাপ হোসেন। ভুক্তভোগী রোকসানা বেগম তার হেনস্তার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।
মেম্বারের এমন নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী রোকসানা বেগম। পরে এই বিষয়ে কাজ করার জন্য সেনবাগ থানা পুলিশকে দায়িত্ব দেয় জেলা পুলিশ।
এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিষয়ে সত্যতা জানতে মাঠে নামে পুলিশ ও সাংবাদিক।
শারীরিক ভাবে হেনস্তার শিকার হওয়ার পর বেশ কিছুদিন অন্য বাসায় গিয়ে উঠলেও সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে আগের বাসাতেই আছে ভুক্তভোগী রোকসানা বেগম। গণমাধ্যম কে তিনি জানান, এই ঘটনাতে তার সম্মানহানী হচ্ছে তাই তিনি চান এই ঘটনাটিকে সামাজিক ভাবে সমাধান করতে।
ঘটনাস্থলে গিয়ে দেখা মিলে অভিযুক্ত গোলাপ মেম্বারের। তিনি বলেন, একটি কুচক্রী মহলে কারণে আজ তিনি সমাজে অপমানিত, লজ্জিত। ত রোকসানাকে ধর্ষনের বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক।
ধর্ষনের কথাকে সামনে এনে ভুক্তভোগী যখন জেলা পুলিশের কাছে যায় তখন ঘটনার সত্যতার জানতে সেনবাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মামলা করলে এই বিষয়ে কাজ করবে পুলিশ।
মাদকদব্যের ব্যবসা ও চোরাই জিনিসপত্র কেনা বেচার কাজেও জড়িত রয়েছে সাবেক জনপ্রতিনিধি গোলাপ মেম্বার, এমনই তথ্য গণমাধ্যমের কান ঘেসে উড়ে গেছে।
ধর্ষনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। অন্য দিকে সাবেক জনপ্রতিনিধি গোলাপ মেম্বারকে হয়রানির অভিযোগে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।