দ্বিতীয় মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার লক্ষ্যে বাগেরহাট জেলা জেএসডির কাউন্সিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১১:৪২:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৭০ ৫০০০.০ বার পাঠক
আজ বাগেরহাটের স্থানীয় সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা জেএসডির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গত কয়েকদিনে সরকার কয়েকবার বলেছে দেশে দুর্ভিক্ষ হবে, সরকার আবার ঘোষণা দিয়েছে দুর্ভিক্ষ হবে না, এতে প্রমাণ হচ্ছে সরকার স্বাভাবিক অবস্থায় নেই।
প্রচুর ঋণ নিয়েও অর্থনীতির সংকট কাটিয়ে উঠা দূরুহ হবে সরকারের বিপথগামী নীতি ও কৌশলের জন্য। সরকার দুর্নীতি, অপচয় এবং ভয়াবহ অর্থপাচার বন্ধ করতে কার্যকর কোন বিধি-বিধান বা প্রাতিষ্ঠানিক কাঠামোর কোনো সংস্কার করেনি। সরকার নিজেই মাফিয়া সুলভ কৌশল গ্রহণ করে দেশের অর্থনীতিকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশকে ঋণের জালে আবদ্ধ করার পরও উন্নয়ন প্রশ্নে সরকারের অহমিকা প্রকাশ খুবই দুঃখজনক।
সুতরাং ফ্যাসিবাদী সরকারের পতন এবং গোটা শাসন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে রাজনীতি- অর্থনৈতিক সংকট সমাধানের প্রক্রিয়া শুরু করতে হবে।
আজ বাগেরহাট জেলা জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
স্থানীয় সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা জেএসডি সভাপতি আব্দুল লতিফ খান এর সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, জেলা সাধারণ সম্পাদক এ কে এম মজিবুর রহমান, নীল রতন মিস্ত্রি, হাবিবুর রহমান মাস্টার, মোহাম্মদ শেখ সরোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল খান প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে সভাপতি,এ কে এম মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।