মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা,ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা।
- আপডেট টাইম : ০৫:১২:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬০ ৫০০০.০ বার পাঠক
দীর্ঘ ২২ দিন পর শনিবার মধ্যরাত থেকে শুরু হবে ইলিশ ধরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ ধরা বন্ধ ছিল।
শনিবার (২৮ অক্টোবর) রাত ১২টার পর থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেলার আমতলী, তালতলী উপজেলার উপকূলের জেলেরা ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেননি। সংসারে অভাব-অনটন প্রকট আকার ধারণ করেছে। জেলেরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ, কেউবা এনজিও সমিতি থেকে ঋণ নিয়ে ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করেছে।
মধ্যরাত থেকে মাছ ধরা শুরু, তাই ঘাটে ঘাটে দেখা যাচ্ছে প্রস্তুতি। কেউ জাল বুনছেন কেউ নৌকায় রং দিচ্ছেন কেউবা ট্রলার-নৌকা মেরামত করছেন। নতুন উদ্যোমে ফের নদীতে নামার প্রস্তুতি।
জেলে মোঃ মোসারেফ ও খলিল ফকির জানান, ২২ দিন নদীতে মাছ ধরা বন্ধ, নৌকা-ট্রলার নিয়ে নদীতে যাওয়া বন্ধ রয়েছে। ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারির ২১ দিনেও আমরা বরাদ্দের চাল পাইনি। এ ক’দিন ধার দেনা করে দিন পার করছি। সামনে আসছে মাছ ধরার সময়, তাই নৌকা মেরামত করছি। আগে থেকে নৌকা তৈরি করতে না পারলে তখন সময় পাওয়া যাবে না।
তারা বলেন, এ বছর ভরা মৌসুমে তেমন মাছ ধরা পড়েনি। আশাকরি ইলিশ নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। তখন মাছ ধরেই ঋণ পরিশোধ করতে পারবো। ঘুরে দাঁড়াতে পারবো।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. হালিমা সরদার জানান, এবার ইলিশ রক্ষা অভিযান শতভাগ সফল হয়েছে। এতে আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ২৮ অক্টোবর থেকে জেলেরা মাছ শিকারে যেতে পারবে।