রাঙ্গাবালীতে তিন যুবদল নেতাকে জেল-জরিমানা
- আপডেট টাইম : ০৪:১৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন যুবদল নেতাকে ১০ দিনের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে এ অভিযান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চরমোন্তাজ ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোশাররফ দালাল (৫০), চরলক্ষ্মী ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মান্নান প্যাদা (৩৮) ও ইউনিয়ন যুবদলের সদস্য সেলিম প্যাদা (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি ওই ইউনিয়নের চরমণ্ডল বাজারে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড় থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটছিল তিনজনের এই চক্র। তরমুজ চাষের জন্য ওই লঞ্চঘাট সংলগ্ন এলাকায় প্রায় একশ’ একর জমিতে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে সেই মাটি দিয়ে বাঁধ নির্মাণ শুরু করে তারা। এই তথ্য পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় এ ঘটনায় জড়িত মোশাররফ, মান্নান ও সেলিমকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদ বলেন, বালুমহাল ও নদী ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর ক্ষতি হয় -এমন কোনো কাজ দণ্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গ করে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে তিনজনকে ১০ দিন করে জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।