মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক ফাদার রিগনের মৃত্যুবার্ষিকী
- আপডেট টাইম : ১২:৪১:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৬৯ ৫০০০.০ বার পাঠক
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু শিক্ষানুরাগী, কবি-সাহিত্যিক ইতালি নাগরিক ফাদার মারিনো রিগনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবর বৃহস্পতিবার মোংলায় নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো শোক র্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র আয়োজনে এসব কর্মসুচি পালন করা হয়।
রবিবার সকাল ১০টায় মোংলার সেন্ট পল্স ধর্মীয় পল্লীতে ফাদার রিগনের সমাধিতে মোংলা সরকারি কলেজের পক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল ও প্রভাষক শ্যামা প্রসাদ সেন’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত এবং সহকারি প্রধান শিক্ষক চিরঞ্জিত হালদারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ শ্রদ্ধাঞ্জালি অর্পন করেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মো. নূর আলম শেখ, মো. হারুন গাজী, জানে আলম বাবু, বীণা মল্লিক, মনির হোসেন, ছবি হাজরা, মিতালী বাওয়ালী প্রমূখ। ফাদার রিগনের সমাধি চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্তৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক ফাদার মারিনো রিগন’র বাংলাদেশে যাজকীয় জীবনের বাইরে এসে শিল্প-সাহিত্য-শিক্ষা-সংস্কৃতির সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বক্তারা মোংলা কলেজে ফাদার মারিনো রিগনের অর্থায়নে নির্মিত রিগন লাইব্রেরির নাম সরকারিকরণের সময়ে তৎকালীন অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার কর্তৃক পরিবর্তন করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।