ঠাকুরগাঁওয়ে স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- আপডেট টাইম : ১০:৩০:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
- / ২ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে জেলা স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কোকিল স্কুলের পাশে প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার,বাংলাদেশ স্কাউটস (দিনাজপুর-ঠাকুরগাঁও) অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন,হিমালায় মুক্ত স্কাউটের গ্রুপ সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু,দিনাজপুর অঞ্চল স্কাউটস এর লিডার ট্রেইনার মুহম্মিফ জালাল উদ্দীন,সহকারী লিডার ট্রেইনার আক্তারুজ্জামান সাবু, সাবেক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক স্বপন, ইয়াং লিডার সোহরাব হোসেন,জেলা রোভার এডহক কমিটির সদস্য সহকারী লিডার ট্রেইনার মাহবুবুজ্জামান রিটন,ইয়াং লিডার মতিনুর রহমান আকাশ সহ স্কাউটসের সদস্যরা।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন,স্কাউটিং শিক্ষাটি একটি সেবামূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকলে মানবিক মানুষ হওয়া যায়। জেলার সকল ক্রান্তিলগ্নে স্কাউটরা কাজ করে যাবে সই সাথে মানবতার কল্যানে কাজ করবে এই আশা করছি।
উল্লেখ্য, প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে জেলা স্কাউটস এর ক্রয়কৃত জমিতে এ ভবনের কাজ সম্পন্ন করা হবে।