কাশিমপুর এর সম্মেলন পাতানো নাটক মাত্র
- আপডেট টাইম : ০৯:০৯:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ৩৬৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামীলীগের সম্মেলন একটা পাতানো নাটক মাত্র,ইলেকশনে নয় সিলেকশন করে ত্যাগি নেতাদের বাদ দিয়ে কমিটি প্রদান করা হয়েছে,সভাপতি পদপ্রার্থী তেজগাঁও কলেজের প্রভাষক অধ্যাপক আশরাফুল আলম আশকর কাশিমপুর থানা আওয়ামীলীগের ১৮ বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন,তবে ৪ ঠা অক্টোবর কাশিমপুর থানা আওয়ামীলীগের পাতানো কমিটি প্রদানে মুল কমিটিতে তার জায়গা হয়নি, অথচ এই আশরাফুল আলম আশকর দুর্দিনের কান্ডারী হয়ে শক্ত হাতে কাশিমপুর থানায় নৌকা বেয়ে দলকে শক্তিশালী রুপে রুপান্তরিত করেছেন,বঙ্গবন্ধুর নৌকা, বাংলার জনগণের নৌকা,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা,গাজীপুর জেলার নৌকা,কাশিমপুর থানা আওয়ামী লীগের নৌকা বেয়ে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে নিঃসন্দেহে কর্মীদের স্বসম্মানে তিনি গন্তব্যে পৌঁছে দিয়েছেন অথচ এ ধরনের ত্যাগী নেতাদের কমিটির গুরুত্বপূর্ণ পদে স্থান হয়নি।তবে কাশিমপুরবাসী শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা বলেন,কমিটি প্রদান করা হয়েছে পকেট কমিটি,বি এন পির এজেন্ডা মাহবুব গং অত্র এলাকায় বি এন পির রাজত্ব কায়েম করতে তার পছন্দের প্রার্থীদের মোটা টাকার বিনিময়ে পদ নিয়ে দিছেন কাশিমপুরে মাহবুব গং রাত কে দিন আর দিন কে রাত করে চলেছেন,খুনি সন্ত্রাসী চাঁদাবাজ অপহরন ও অস্ত্র মামলার আসামী মাদক ব্যবসায়ী ও বি এন পি জামাতের আশ্রয়-প্রশ্রয়দানকারীদের হাতে অত্র কমিটি প্রদান করেছেন,এবং ৪ ঠা অক্টোবর অত্র কমিটি প্রদান করা হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে,কে কোন পদের দাবী করেছেন কর্মীরা কাকে তাদের অভিভাবক হিসাবে চেয়েছেন এটার বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে নিজেদের পকেট গরম করতে কমিটি প্রদান করা হয়েছে,ময়মুরুব্বিরা বলছেন মুরগী পোষা ছিলো শুধু ধরে দেখানো হয়েছে মাত্র।এলাকর জনগন চায় উক্ত পকেট কমিটি বয়কট করে পুনরায় কর্মীদের স্বচ্ছ ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কমিটি প্রদান করা হোক।কর্মীদের আঁকুতি বঙ্গবন্ধুর রেখে যাওয়া নৌকা ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের বাংলাদেশ আওয়ামীলীগে নিবেদিত কর্মীদের স্থান দেওয়া হোক,অগনিত গণমাধ্যমকর্মী ৪ ঠা অক্টোবর কাশিমপুর থানা আওয়ামীলীগের কমিটি প্রদানের সময় তাদের মর্যাদা ভাবগাম্ভীর্যের মর্যাদা ক্ষুন্ন করেছেন।গণমাধ্যমকর্মীরাও এমন কমিটি প্রদানে হতবাক হয়েছেন,সর্ব নিম্ন একশত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক তারা কোনো প্রকার নিউজ সম্প্রচার করেন নি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করতে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভাপতি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলের সুদৃষ্টি কামনা করেন।দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় অনুসন্ধান চলছে