ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
মির্জাপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ সহকারী জব্বারের বিরুদ্ধে চা-বিক্রেতাকে মেরে রক্তাক্ত জখম থানায় অভিযোগ দায়ের করেছে যাদবপুর কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী শাওনি ঘোষের হরে প্রচারে স্পিকার বিমান ব্যানার্জী ইবিতে কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা উপজেলা পরিষদ নির্বাচন- মঠবাড়িয়া দুই চেয়াররম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৫ : গ্রেপ্তার-৫ টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা গোপালপুর পৌর এলাকা হাটবৈরান গ্রামে বেলা তিনটার দিকে স্বামীর হাতে বউ খুন ফুলবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোদন পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১০জন প্রার্থী ব্যপক প্রচার-প্রচারণায় মুখর ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২১ মে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পির মোটরসাইকেলের গনসংযোগ জনগণের ব্যাপক সাড়া জামালপুরে ধান কাটার মৌসুম শুরু

রংপুর পীরগঞ্জে পারিবারিক কলহের জ্বেরে গলায় ফাঁসটানিয়ে একযুবকের মৃত্যু

রংপুর পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ঘাঁষিপুর গ্রামের শাহিনুর ইসলাম “র পুত্র আলমগীর (২২), পারিবারিক কলহের কারনে গলায় ফাঁস টানিয়ে আত্বহত্যা করেছেন বলে যানা যায়। সে পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন গত ১৮/০৯/২০২২ ইং আলমগীর ট্রাক চালিয়ে ঢাকায় যান এবং ঢাকায় তার শাশুরীর ভাড়াটিয়া বাসায় সেখানেই অবস্থান করিলে তার শাশুড়ী পূর্বের পারিবারিক কলহের জের ধরে আলমগীর’র সাথে ঝগড়া বিবাদ করে আর সে অন্যত্র আরেকটি বিবাহ করেছে বলে অপবাদ দেয়। এবং তাকে বাসায় আটকে রেখে গত ২০/০৯/২০২২ ইং তারিখ আলমগীরকে নিয়ে তার শাশুরী বিউটি বেগম ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’র নিকট আসেন। সেখানে বিষয়টি সুরাহা না হওয়ায় আলমগীর নিখোঁজ হয়। স্থানীয় গন্যমান্য লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আলমগীর এর আগে আরও একটি বিবাহ করেছিল। পূর্বের স্ত্রীর সহিত বিবাহ বিচ্ছেদ হওয়ার পর প্রায় ০১ বৎসর পূর্বে বৃষ্টি আকতার শিমু (১৮), কে বিবাহ করার পর হইতে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে উক্ত মৃত্যু সংঘটিত হইয়াছে মর্মে জানা যায়। এই মৃত্যু নিয়ে উপস্থিত গ্রামবাসী বলেন এই মৃত্যুর জন্য তার স্ত্রীর পরিবার দ্বায়ী বলে জানান।

রিপোর্ট লেখাপর্যন্ত আলমগীরের লাশ পীরগঞ্জ থানা মর্গে পোষ্টমার্টামের জন্য আনা হয়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ সহকারী জব্বারের বিরুদ্ধে চা-বিক্রেতাকে মেরে রক্তাক্ত জখম থানায় অভিযোগ দায়ের করেছে

রংপুর পীরগঞ্জে পারিবারিক কলহের জ্বেরে গলায় ফাঁসটানিয়ে একযুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

রংপুর পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ঘাঁষিপুর গ্রামের শাহিনুর ইসলাম “র পুত্র আলমগীর (২২), পারিবারিক কলহের কারনে গলায় ফাঁস টানিয়ে আত্বহত্যা করেছেন বলে যানা যায়। সে পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন গত ১৮/০৯/২০২২ ইং আলমগীর ট্রাক চালিয়ে ঢাকায় যান এবং ঢাকায় তার শাশুরীর ভাড়াটিয়া বাসায় সেখানেই অবস্থান করিলে তার শাশুড়ী পূর্বের পারিবারিক কলহের জের ধরে আলমগীর’র সাথে ঝগড়া বিবাদ করে আর সে অন্যত্র আরেকটি বিবাহ করেছে বলে অপবাদ দেয়। এবং তাকে বাসায় আটকে রেখে গত ২০/০৯/২০২২ ইং তারিখ আলমগীরকে নিয়ে তার শাশুরী বিউটি বেগম ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’র নিকট আসেন। সেখানে বিষয়টি সুরাহা না হওয়ায় আলমগীর নিখোঁজ হয়। স্থানীয় গন্যমান্য লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আলমগীর এর আগে আরও একটি বিবাহ করেছিল। পূর্বের স্ত্রীর সহিত বিবাহ বিচ্ছেদ হওয়ার পর প্রায় ০১ বৎসর পূর্বে বৃষ্টি আকতার শিমু (১৮), কে বিবাহ করার পর হইতে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে উক্ত মৃত্যু সংঘটিত হইয়াছে মর্মে জানা যায়। এই মৃত্যু নিয়ে উপস্থিত গ্রামবাসী বলেন এই মৃত্যুর জন্য তার স্ত্রীর পরিবার দ্বায়ী বলে জানান।

রিপোর্ট লেখাপর্যন্ত আলমগীরের লাশ পীরগঞ্জ থানা মর্গে পোষ্টমার্টামের জন্য আনা হয়েছে।