খিলপাড়ার খিরিহাটি গ্রামে বেপরোয়া সন্ত্রাসী সাজু, টুক্কুন, সাইফুল নৈরাজ্য প্রতিকার কি মিলবে না? প্রশ্ন এলাকাবাসীর
- আপডেট টাইম : ০৬:২৪:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ২৮৮ ৫০০০.০ বার পাঠক
সন্ত্রাসী সাজু, টুক্কুন এর অপকর্ম নিয়ে প্রতিবেদন গত ২৫ আগস্ট এ প্রকাশিত হয় জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায়। তবে
তবুও থেমে নেই তাদের নৈরাজ্য। সংবাদ প্রকাশের পর দৈনিক সময়ের কন্ঠ কে ধন্যবাদ জানিয়ে তাদের অপকর্মের বিষয়ে মুখ
খুলতে শুরু করেছে এলাকাবাসী। সংবাদ প্রকাশের পরও তাদের নৈরাজ্য বেড়েই চলেছে। এর আগে নোয়াখালী জেলার চাটখিল
উপজেলা খিলপাড়ার খিরিহাটি গ্রামের রুইরবাড়ির একটি বাড়িতে চলাচলের রাস্তায় বেড়া, হামলা করলেও এখন তাদের দ্বারা
এলাকার আরও কয়েকটি পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। খেঁাজ নিয়ে জানা গেছে এই হামলা ও লুটপাটে
সরাসরি নেতৃত্ব দেয় সন্ত্রাসী শাহজাহান প্রকাশ:সাজু, টুক্কুন, সাইফুল সিন্ডিকেট। এই হামলায় মৃত আব্দুল কাশেম এর সন্তান
সোলাইমান আহত হয় এবং তাদের ঘরে ঢুকে আনুমানিক নগদ ৯০ হাজার টাকা, ৩ ভরি স্বর্নালঙ্কার লুটপাট করেছে বলে
অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়াও মৃত আব্দুল আজিজের ছেলে কুদ্দুছের বাড়িতেও বেড়া দিয়ে হামলা করে লুটপাট করেছে
তারা।
একই এলাকার বাসিন্দা আব্দুস ছত্তর জানান, এলাকায় মরহুম
আবদুল কাশেম এর পুত্র সোলেমান এর ব্যাপক সুনাম
রয়েছে। যেকোনও অন্যায়, অবিচারের সে প্রতিবাদ জানায়।
একটি অসহায় পরিবারকে জিম্মী করায় সে প্রতিবাদ
জানিয়েছে। জঙ্গি কার্যক্রমে এলাকার সুনাম নষ্ট হতে পারে
ভেবে এবং নিরীহ মানুষদের উপর জুলুমে সোলেমান প্রতিবাদ
জানালে ক্ষিপ্ত হয়েই তাকে ও তার পরিবারে হামলা চালিয়েছে
সাইফুল, টুক্কুন, সাজু, সহ আরও কয়েকজন। তিনি আরও
বলেন, তাদের অপরাধের ফিরিস্তি অনেক, যা বলে শেষ করা যাবে না। পত্রিকায় হয়তো এর কিছু কিছু প্রকাশ পাচ্ছে। অন্যায়,
জোরজুলুম করতে করতে তারা ধরাকে এখন সরা জ্ঞান করছে।
এছাড়া অভিযোগ রয়েছে, এই সন্ত্রাসী গ্রুপটি আরও বেশ কয়েকটি অসহায় ও নিরীহ পরিবারের উপর হামলা ও তাদের পৈত্রিক
সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া বলেন, এলাকায় সাজু, সাইফুল, টুক্কুন, সেলিমরা ত্রাসের
রাজত্ব সৃষ্টি করছে। এলাকায় কোন উঠতি বয়সী কিশোরী কন্যা দেখলে তাদের দিকে কুনজর দেয় তারা। এ জন্য অনেক মেয়েরা
স্কুল কলেজেও যেতে ভয় পায়। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, অন্যায়ভাবে জমি দখল এমন কোন অপরাধ নেই যে তারা করে
না। দাঁড়ি টুপি পরে সকল অপকর্ম করে যাচ্ছে তাতে কারওই বোঝার উপায় নেই তাদের মতো মানুষ এতো অপরাধের সাথে
জড়িত। এদের সাথে যোগ দিয়েছে জঙ্গী সাইফুল। এ ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরী।
কে এই সাইফুল?:
গুঞ্জন রয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গী সংগঠনের ‘হরকাতুল জিহাদ’ এর অন্যতম সাংগঠনিক সদস্য এই সাইফুল। খিলপাড়া
ইউনিয়নের খিরিহাটি রুইরবাড়ি নূর নবীর ছোট ছেলে সাইফুল। খিলপাড়া পূর্ব বাজারের একটি মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের
নামের আড়ালে ‘হরকাতুল জিহাদ’ এর জঙ্গি কার্যক্রমের ছক পরিকল্পনা করে সাইফুল। এলাকায় ‘হুজি সাইফুল’ (হরকাতুল
জিহাদ আল—ইসলামী বাংলাদেশ হলো হরকাতুল—জিহাদ আল—ইসলামি (হুজি) নামক আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের বাংলাদেশী
শাখা) নামেও পরিচিত সে। তার জঙ্গি কার্যক্রমে আর্থিক পৃষ্টপোষক হিসেবে কাজ করছে রুইরবাড়ির মৃত হোসেনের ছেলে
সাজু। সূত্রে আরও জানা যায়, লক্ষীপুরে পুলিশের বন্ধুকযুদ্ধে নিহত সন্ত্রাসী জিসানের অনেক অস্ত্র সাইফুলের কাছে লুকিয়ে
রেখেছে যা এখন এলাকাবাসীর মুখে মুখে গুঞ্জন রয়েছে। গোপন একটি বিশ্বস্থ সুত্র জানায়, চলমান রাজনৈতিক অস্থিরতায়
স্থানীয় পুলিশ ফাঁড়ি, থানা ও জেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের উপর হামলার
পরিকল্পনা করছে সাইফুল, সাজু গ্রুপের সদস্যরা। তাদের পরিকল্পনায় রয়েছে মসজিদ, জনসমাগম সহ অন্যান্য স্থানে হামলা
চালিয়ে বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের উপর দায় চাপানোর বিষয়। এলাকাবাসীর অভিযোগ, জঙ্গী সাইফুল, টুক্কুন, হোসেন
এর ছেলে সাজু, সেলিমসহ এ কয়েকজনের জন্য পুরো এলাকার বদনাম হচ্ছে। এদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।
ক্ষোভ প্রকাশ করে অনিমেষ নামের একজন জানান, আমরা যারা গরীব তারা কার কাছে বিচার চাইবো। ক্ষমতা ও অর্থের জোরে এরা সন্ত্রাসী, সম্পত্তি জবরদখলসহ জোরজুলুম করেই যাচ্ছে । তিনি বলেন জঙ্গি সাইফুল, সাজু, সেলিম, টুক্কুন এরা ধমকের
সূরে সবাইকে হুমকী দেয় এলাকার চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ সবাই নাকি তাদের থেকে সুবিধা নিয়ে তাদের পকেটেই
থাকে। তাই তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দিয়ে লাভ হবে না। এসব অত্যাচার থেকে প্রতিকার কি মিলবে না? প্রশ্ন রাখেন
তিনি। তিনি আক্ষেপের সূরে বলেন, আমাদের এলাকার ছেলে মেয়েদের বিয়ে শাদি আছে এখন এসব গুটি কয়েক ব্যক্তির জন্য
এলাকার বদনাম ছড়াক তা আমরা চাই না।
এ ব্যাপারে অভিযুক্ত সাইফুলের সাথে কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে সাংবাদিককে খুশি করার প্রস্তাব দেন এবং জঙ্গী সংগঠন
হরকাতুল জিহাদ এর সাংগঠনিক সম্পৃক্ততার ব্যাপারে প্রশ্ন করলে তিনি ‘আল্লাহর রাস্তায় জীবন দেয়া তো অন্যায় কিছু না’ বলে
আরেক অভিযুক্ত সাজু’র সাথে কথা বলার পরামর্শ দেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকী দেন।
তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত সাজু, টুক্কুন ও সেলিম এর সাথে যোগাযোগ করলে তারা কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
এ ব্যাপারে খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ‘খিরিহাটি গ্রামে কিছু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ঝামেলার
বিষয়ে শুনেছি। তবে কোন অপরাধীর অপরাধকে প্রশ্রয় আমরা দেই না। আমাদের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে
সেখানেই প্রতিহত করার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক তথ্য প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, এ ব্যাপারে বিস্তারিত এখনো কিছু জানি না। তবে
অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও আসছে…