ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লার চান্দিনা উপজেলার আতঙ্ক-কে এই বোমারু সন্ত্রাস-ইউনুছ

ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ১১:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১৫৭ ৫০০০.০ বার পাঠক

সূএ তথ্য মতে জানান-গেল কয়েক দিন পূর্বে-বাংলাদেশের কুমিল্লায়-বিএনপির বিক্ষোভে-বোমা জোগান দেয়-এই ইউনুছ।

তাঁর পিতার নাম-মৃত লাল মিয়া।চান্দিনা মাইজখার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ  সভাপতির পরিচয়ে-সে এসব অপকর্ম করছে-দীর্ঘদীন।কুমিল্লা চান্দিনা ও কোতয়ালী থানায়-তাঁর নামে-আটটির অধিক মামলা রয়েছে।আলী হচ্ছে তাঁর প্রধান সহযোগী।কখনো সে বলে যে-সে আওয়ামী লীগ নেতা জামাল চেয়ারম্যানের অনুসারী।আসলে সে বিপদে পরলে-আওয়ামীলীগের নাম বেচে।পরবর্তীতে জামাল চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায়-সে দুষ্কৃতকারী,তাঁকে অনেক আগেই এলাকা হতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।কখনো-চান্দিনা,সাতরা,শংকুচাইল দক্ষিন গ্রামের বাসিন্দা বলে নিজকে পরিচয় দেয়।তাঁর নামে-ঢাকা-কুমিল্লা-চট্রগ্রাম মহাসড়কে-ডাকাতির অভিযোগ ও আসে।

ইউনুছ ওয়ারেন্ট ভুক্ত আসামী-কুমিল্লা জেলা পুলিশের।উক্ত সাজা প্রাপ্ত আসামীকে আইনের আওতায় এনে সাজা প্রদান করে-কুমিল্লায় সুস্হ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান-কুমিল্লার সুশীল সমাজ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লার চান্দিনা উপজেলার আতঙ্ক-কে এই বোমারু সন্ত্রাস-ইউনুছ

আপডেট টাইম : ১১:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

সূএ তথ্য মতে জানান-গেল কয়েক দিন পূর্বে-বাংলাদেশের কুমিল্লায়-বিএনপির বিক্ষোভে-বোমা জোগান দেয়-এই ইউনুছ।

তাঁর পিতার নাম-মৃত লাল মিয়া।চান্দিনা মাইজখার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ  সভাপতির পরিচয়ে-সে এসব অপকর্ম করছে-দীর্ঘদীন।কুমিল্লা চান্দিনা ও কোতয়ালী থানায়-তাঁর নামে-আটটির অধিক মামলা রয়েছে।আলী হচ্ছে তাঁর প্রধান সহযোগী।কখনো সে বলে যে-সে আওয়ামী লীগ নেতা জামাল চেয়ারম্যানের অনুসারী।আসলে সে বিপদে পরলে-আওয়ামীলীগের নাম বেচে।পরবর্তীতে জামাল চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায়-সে দুষ্কৃতকারী,তাঁকে অনেক আগেই এলাকা হতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।কখনো-চান্দিনা,সাতরা,শংকুচাইল দক্ষিন গ্রামের বাসিন্দা বলে নিজকে পরিচয় দেয়।তাঁর নামে-ঢাকা-কুমিল্লা-চট্রগ্রাম মহাসড়কে-ডাকাতির অভিযোগ ও আসে।

ইউনুছ ওয়ারেন্ট ভুক্ত আসামী-কুমিল্লা জেলা পুলিশের।উক্ত সাজা প্রাপ্ত আসামীকে আইনের আওতায় এনে সাজা প্রদান করে-কুমিল্লায় সুস্হ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান-কুমিল্লার সুশীল সমাজ।