বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০টি স্বর্নের বারসহ দুইজন পাচারকারী আটক
- আপডেট টাইম : ১২:৪২:১৭ অপরাহ্ণ, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২ ৫০০০.০ বার পাঠক
যশোরের বেনাপোল পোর্ট পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ ২ জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার (০৭ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানার ইছাপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা উভয়ই বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান এবং আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পোর্ট থানার ইছাপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে পুটখালী ক্যাম্পের হাবিলদার মোঃ আবুল কাশেম ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তাদের প্যান্টের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে প্রায় ১৪ কেজি সোনা আটক করেছে। এ সময় ৯ জন আসামীকে আটক করে তারা। সমুদয় আটককৃত সোনার সিজার মুল্য প্রায় ১১ কোটি টাকা।