রংপুর পীরগঞ্জে পুর্ব শত্রুতার জেরে দোকান ভাংচুর ও অর্থ লুট
- আপডেট টাইম : ১২:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯ ৫০০০.০ বার পাঠক
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাটে ২ জনকে মারপিট করে দোকানের মালামাল ভাংচুর করে মোটা অংকের অর্থ লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনা ঘটে ৩ সেপ্টেম্বর রোববার সন্ধার পর ।
অভিযোগে জানা গেছে , উপজেলার মাদারগঞ্জ হাটের কনফেকশনারী দোকানদার একবারপুর গ্রামের জোয়াদ আলীর পুত্র শামীম মিয়া রোববার সন্ধার পর তার ভাই সেলিম মিয়াকে দোকানে রেখে নামাজ পড়তে যান । শামীম মিয়ার জ্যাঠাত ভাই হিজবুল মিয়া দোকানের সমনে উপস্থিত ছিলেন । এ দিকে পুর্ব শত্রুতার জের ধরে হাসানপুর গ্রামের মিনহাজ আকন্দের পুত্র আফিরুল ও একবারপুর (দক্ষিনপাড়া) গ্রামের আবুল মিয়ার পুত্র তারা মিয়া সহ বেশ ক’জন আকস্মিক ভাবে হিজবুলকে আক্রমন করে তাহাকে লাঠি দিয়ে মারপিট করতে থাকে । এ সময় দোকানে থাকা সেলিম মিয়া এগিয়ে আসলে হামলাকারী তাকেও লাঠি ও লোহার রড দিয়ে ব্যাপক প্রহার করে । এক পর্যায়ে হামলাকারীরা শামীম মিয়ার দোকানে প্রবেশ করে দোকানে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ভাংচুর করে ও দোকানের ক্যাশ ড্রয়ারে রক্ষিত প্রায় সাড়ে ৮ লাখ টাকা লুট করে জীবন নাশের হুমকী দিয়ে নির্বিগ্নে কেটে পড়ে । পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হিজবুল ও সেলিম মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । এ ব্যাপারে দোকানদার শামীম মিয়া পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ।
এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশ এজাহারের বিষয়টি স্বীকার করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।