ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯০ ইলা লালালালা: সবুজ ঘাসের লাল দ্রোহের সুর যার কন্ঠে

এ যেন বিড়াল বাড়ি

মোঃ জামাল আহমেদ, স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৬৫ ৫০০০.০ বার পাঠক

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এ যেন বিড়াল বাড়ি

আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।