রাতের আঁধারে প্রবাসির জমি দখলের অভিযোগ
- আপডেট টাইম : ০২:২৯:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ আগস্ট ২০২২
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
মোংলা উপজেলার জিয়া সড়কে ২৬ আগষ্ট (বুধবার) রাতের আঁধারে ঘর তুলে প্রিন্স সরকার, লিপিকা সরকার, শিউলি সরকার ও তার লোকজন জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।জমির মালিক কাজী আবুল হাসান ও আবুল কাশেম এমন অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
জানা গেছে পৌর শহরের জিয়া সড়কের প্রিন্স সরকার গং ও কাজী আবুল হাসান গং দের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে বাগেরহাট দেওয়ানি আদালতে মামলা হয়। কিন্তু প্রিন্স সরকার ও তার লোকজন দিয়ে রাতে ওই জমিতে ঘর তুলে জমি দখল করে। ওই জমিতে তারা অস্থায়ী টিনের ব্যাড়া দেয়। এ ঘটনায় কাজী আবুল হাসান মোংলা থানায় জানালে ওই দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
কাজী আবুল হাসান বলেন, আমার ক্রয় করা ওই জমি তারা দখলের জন্য রাতের আঁধারে ব্যাড়া তুলেছে। আমি আমার জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।