স্বামী ছাড়া পাগলী এখন সন্তানের জননী
- আপডেট টাইম : ১০:০২:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
- / ৯৩৮ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা বাজারে রাস্তায় ঘুরে বেড়ানো মানষিক ভারসাম্যহীন ভবঘুরে পাগলিটি আজ একটি কন্যা সন্তান প্রসব করেছে।তবে পাগলিটি মা হলেও বাবা হয়নি কেউ।নাম পরিচয়হীন এক পাগলী। তবে সন্তানটির বাবা হয়নি কেউ।মধ্যরাতে রাস্তার পাশে পড়ে থাকা ওই পাগলীটি প্রসব ব্যাথায় চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থানীয় এক নারীর সহযোগীতায় কুন্ডা চক বাজারে রাস্তার পাশে এ সন্তানটি প্রসব করে ওই পাগলী।
সন্তান প্রসবের পর পাগলী ও তার নবজাতককে রাস্তার পাশেই পড়ে থাকতে দেখে জাকারিয়া নামের এক ছাত্র ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ গ্রাম পুলিশের মাধ্যমে মা ও নবজাতক কে রাস্তা হতে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅভিজিৎ রায় জানান,নবজাতকটি অপুষ্টির কারনে রোগা পাতলা ও দূর্বল। তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসিরনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকেশ পাল বলেন, বিষয়টি জানতে পেরে আমরা তার পরিবারের খোঁজ পেতে সর্বাত্মক অনুসন্ধান করছি। এ বিষয়ে জেলা সমাজ সেবা অফিসকেও অবগত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েকমাস যাবৎ ওই পাগলিটা নাসিরনগরের কুন্ডা বাজারে ঘোরাঘুরি করত । আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবন ধারণ করতো। তবে কারো সাথে তেমন কোন কথাবার্তা বলতোনা। বর্তমানে পাগলী ও তার নবজাতক কন্যা সন্তানটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।