বরগুনায় ছাত্রীর শ্লীতাহানির অভিযোগে শিক্ষক বহিষ্কার
- আপডেট টাইম : ০২:৫৬:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
- / ২৩২ ৫০০০.০ বার পাঠক
বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের শেরে ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে হানিফ নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত হানিফ রামনা শেরে ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন ।
এ ব্যাপারে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রিয়াজ খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে রামনা শেরে ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিভিন্ন পত্রিকায় হানিফের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সহকারী প্রধান শিক্ষক রিয়াজ খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী সাত দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বামনা উপজেলার রামনা শেরেই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মঞ্জুরুল আলম হানিফ প্রাইভেট পড়াতে গিয়ে ওই স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে রামনা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের মাধ্যমে সমঝোতার চেষ্টা করলেও ছাত্রীর অভিভাবক কোনো সমঝোতায় না গিয়ে গণমাধ্যম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান।