লক্ষ্মীপুরে বাবাকে গুম করলো ছেলেরা, এলাকাবাসীর সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ০৪:১৪:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ২০৭ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাড়িতে চার ছেলে মিলে বাবাকে রাতের আঁধারে গুম করেছে বলে জানা যায়।
আজ শুক্রবার (১৮ জুলাই) এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে সৃষ্ট ঘটনার সত্যতাও পাওয়া যায়। পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধ মোহাম্মদ উল্যার পায়ের সেন্ডেল৷ কান্নায় জর্জরিত মোহাম্মদ উল্যার বৃদ্ধা মা, বোন ও কন্যাগণ। গুম করার কথাটি স্বীকার করেন তারই ছেলে জাহাঙ্গীর আলম।
এ সময় জাহাঙ্গীর আলমকে বিদেশি জাতের প্রায় ১০-১২ টি গরুর খামারে কাজ করতে দেখা যায়। সে জানায় এই খামারটিও তার বাবার করা। বাবা তাদের চার ভাইকে সম্পত্তি বন্টন করে না দেওয়ায় তারা সকলে মিলে বাবাকে ভয় লাগানোর জন্যই সাময়িকভাবে লুকিয়ে রেখেছে। বহু চেষ্টা করেও লুকায়িত স্থানের নাম জানা যায়নি তার নিকট এবং রাতের আঁধারেই কেন চিকিৎসার জন্য হাত বেঁধে পাঠানো হল এ প্রশ্নের উত্তরও দিতে পারেনি সে।
এরপর এলাকাবাসী সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রচারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।
তারা আরও জানান, বিষয়টি নিয়ে হাজীমারা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে তদন্তকারী কর্মকর্তা উল্টো বাদী পক্ষকে হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে এলাকাবাসী নিরুপায় হয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি অবহিত করলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া তাদেরকে থানায় ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর এলাকাবাসী মামলা করতে চাইলে ওসি মামলা না নিয়ে সংবাদ প্রচার করানোর কথা বলেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আবু তাহের ও বর্তমান মেম্বার মো. মহিউদ্দিন এ ধরনের অমানুষ সন্তানদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তির দাবি জানান এবং এ ঘটনাটি এই এলাকায় প্রথমবারের মতো নয়। ইতোপূর্বেও কয়েকবার এই এলাকায় গুম করার ঘটনাটি ঘটে বলে জানান।
বিষয়টি নিয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া জানান,
মোহাম্মদ উল্যার ছেলে জাহাঙ্গীর আলম আমাদেরকে জানায় যে, তার বাবার মানসিক সমস্যা থাকায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি সুস্থ হলেই বাড়িতে নিয়ে আসা হবে।