মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের স্কুল শাখার কমিটি গঠন
- আপডেট টাইম : ০৩:১৬:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ৩৯৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহত্তর সামাজিক সংগঠন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের স্কুল শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করে ঘোষণা করা হয়।
রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ।
মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের রসুল্লাবাদ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সুমনুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক সুমন আহমেদ ও আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দীপু ও ওয়াশিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আলম, দপ্তর সম্পাদক তাহসিন ভূঁইয়া রুম্মান, পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম, রসুল্লাবাদ ইউনিয়ন শাখার সভাপতি আক্তার হোসেন। এছাড়াও আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় সকল বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা উপস্থিত শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহব্বান জানান।
আলোচনা শেষে রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলামকে সভাপতি ও নবম শ্রেণীর ছাত্র রাফিক ইবনে হোসাইনকে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।