মারিউপোল থেকে পোপাসনায় আসছে রুশ বাহিনী
- আপডেট টাইম : ০২:১৮:২৩ অপরাহ্ণ, সোমবার, ২ মে ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ইউক্রেনের জেনারেল অব স্টাফ সোমবার জানিয়েছেন, মারিউপোল থেকে বেশ কয়েকটি ব্যাটালিয়নকে লুহানেস্কের পোপাসনায় নিয়ে আসছে রাশিয়া।
লুহানেস্ক প্রদেশের পোপাসনা যুদ্ধের মূল জায়গা।
রাশিয়া দোনবাসে তাদের কথিত বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করার পর ও ইউক্রেনের বাধা ভেদ করার চেষ্টা করার পর এখানেই সবচেয়ে বেশি লড়াই হচ্ছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন, রাশিয়ার সেনারা ইজিয়াম থেকে স্লোভইয়ানেস্ক ও বারবাইনকোভের দিকে এগুতে চাচ্ছে।
যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে স্লোভইয়ানেস্ক ও বারবাইনকোভ তাদের দখলে চলে এসেছে।
এদিকে মারিউপোলে রাশিয়ার বেশ কয়েকটি ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন গ্রুপ যুদ্ধ করেছে। আর এখানে যুদ্ধ করা সেনারা সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে।
তারা মারিউপোল শহরে হামলা চালিয়ে তা প্রায় ধ্বংসই করে দিয়েছে।
কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, তার সেনার মারিউপোলকে স্বাধীন করেছে।