সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার প্রধান সড়কগুলোর মাঝে-ডিভাইডার নির্মাণ করা দরকার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:০১:৪৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ জানুয়ারি ২০২২
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি-কাজী সাইফুল-।।
বাংলাদেশের কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় ২০১১ ইংরেজি সালে। সিটি কর্পোরেশনে রূপান্তরিত হলেও হয়নি সড়কগুলোর এমন উন্নয়ন। গলির সড়কগুলোর বেহাল অবস্থা। প্রধান সড়কগুলোতে-যানযট ও দূর্ঘটনা নিত্য দিনের ঘটনায় রূপ নিয়েছে। যা নগরবাসীর ভোগান্তীর কারন হয়ে দাড়িয়েছে। নগরের প্রধান সড়ক অশোকতলা কান্দির পাড় চকবাজার সড়ক ও ফৌজদারি কান্দিরপাড় টমছমব্রীজ পদুয়ার বাজার সড়কের মাঝে ডিভাইডার নির্মান করা দরকার। এতে দূর্ঘটনা ও যানযট কমবে-স্বস্তি ফিরে আসবে যাত্রীদের মাঝে। এ ব্যাপারটি দ্রুত নজরে এনে এর বাস্তবায়ন দ্রুত নেওয়া দরকার-সংশ্লিষ্ট দপ্তরগুলোর-মনের করেন নগরবিদগণ।
আরো খবর.......