ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সমাবেশে গিয়ে টাকা না পেয়ে বাড়ি ঘেরাও, ৫ প্রতারক আটক অভিনব সিন্ডিকেট: সয়াবিন তেলের সঙ্গে চাল-ডাল কেনা বাধ্যতামূলক! সব ছাত্রসংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত ডেপুটি রেজিস্ট্রার হয়েও নার্সিং ইনস্টিটিউট ব্যবসা নিলুফার ইয়াসমিনের অভিযোগ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তলব পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক সমাবেশ কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে বরখাস্ত কঠিন সময়ে কীভাবে পাশে ছিলেন স্ত্রী, জানালেন কোহলি ইতালিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার তালিকায় নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা

নদী প্রকৃতির রাজপথ-ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি টিম।

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০২:৩৩:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২ জানুয়ারি ২০২২
  • / ২৫২ ৫০০০.০ বার পাঠক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আগে আমি বদলাব,আমার এই বদলে যাওয়াই
একদিন,বদলে দেবে বাংলাদেশ।আসুন বদলে যাই,বদলে দেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন রূপে খাগড়াছড়ি জেলার এই প্রথম বারের মতো নদীর ভারসাম্য রক্ষা করতে পথচলা শুরু করেছে ক্লিন রিভার বাংলাদেশ।

নতুন বছরের ২য় দিন ভিন্নভাবে উদযাপন করলো বাংলাদেশের নদী রক্ষার অতন্দ্র প্রহরী ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি জেলা।আজ ২ জানুয়ারি ২০২১ রবিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রতিকী  পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি জেলা টিম।খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া নদীতে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ক্লিন রিভার বাংলাদেশ সংগঠনের প্রধান নির্বাহী সোহাগ মহাজন। অভিযানে ধলিয়া নদী থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ময়লা আর্বজনা অপসারন করা হয়।
নদী প্রকৃতির রাজপথ,এই ধরার ধমনী হচ্ছে নদী,পৃথিবীর জীব ও প্রানীকূলের বেচেঁ থাকার প্রধান উপজিব্য এই নদী।বাংলাদেশের প্রেক্ষাপটে নদী আরও বেশী গুরুত্বপূর্ণ।কারন বাংলাদেশের
প্রাণ-প্রকৃতি,জীববৈচিত্র,পরিবেশ-প্রতিবেশ,জীবনযাত্রা,ব্যাবসা-বানিজ্য আর অর্থনিতীর মূল চালিকাশক্তি হচ্ছে এই নদী।বাংলাদেশের প্রতিটি পড়তে,পড়তে গড়ে উঠা এই নদী আমাদের মায়েরমত আচঁল বিছিয়ে পরম মমতায় আবিষ্ট করে রেখেছে এই নদী।তাইতো সারাবিশ্ব বাংলাদেশকে নদীমাতৃক বাংলাদেশ নামেই চেনে।যে নদীর আশির্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশের সূচনা ও অগ্রগতি।সেই নদীকে আমরা বানিয়েছি ডাষ্টবিন।আমাদের আশির্বাদ এই নদীকে আজ আমরা অভিশাপ হিসেবে প্রতিপন্ন করছি।দখল,দূষণের ভারে জর্জরিত একেকটি নদী যেন আজ মৃতপ্রায়।

বাংলাদেশের সূচনা লগ্নে ১৯৭১ সালে বাংলাদেশের নদীর সংখ্যা ছিল ১২৭৪ টি আর বর্তমানে শুষ্ক মৌসুমে মাত্র ২০০ থেকে ২৫০ টি নদীর অস্তিত্ব পাওয়া যায় আর বাংলাদেশ নদী রক্ষা কমিশনের সমীক্ষা অনুযায়ী বর্ষাকালে বাংলাদেশে প্রায় ৬০০-৬৫০টি নদীর অস্ত্বিত্ব পাওয়া যায়।স্বাধীনতার ৫০ বছরে অব্যাহত নদীর দখল,দূষণ,অপরিকল্পিত নগরায়ন,অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন কারনে ইতিমধ্যেই প্রায় অর্ধেক নদী বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে।তাই জীবন্তসত্তা এই নদীকে ধারাবাহিক ভাবে হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশ নদীর সংখ্যা শুন্যের কোঠায় পৌছে যাবে।তাই জীবন্তসত্তা সদা বহমান এই নদীর সাথে একাত্ততা প্রকাশ করতে ও নদী রক্ষায়, বাংলাদেশের নদী রক্ষার অতন্ত্র প্রহরী ক্লিন রিভার বাংলাদেশের
আয়োজন “বাংলাদেশ রিভার ট্যুর”। নতুন বছর ২০২২ সাল জুরে,ক্লিন রিভার বাংলাদেশ ভ্রমণ করবে প্রতিটি নদী এবং তুলে আনবে বাংলাদেশের নদী সমুহের দখল,দূষনের প্রকৃতি অবস্থা এবং নদী  দখল,দূষণ  রক্ষায় কাজ করবে সারাদেশ জুরে।
গত ২৪ ডিসেম্বর বন্দর নগরী চট্রগাম বিভাগ থেকে শুরু হয়ে “বাংলাদেশ রিভার ট্যুর”এর কার্যক্রম চলছে সারা বছর জুরে।তাই নদী মাতাকে রক্ষার এই মিশনে আপনিও আসুন আমাদের সাথে,
পাশে থাকুন,সমর্থন দিন।
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নদী প্রকৃতির রাজপথ-ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি টিম।

আপডেট টাইম : ০২:৩৩:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২ জানুয়ারি ২০২২
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আগে আমি বদলাব,আমার এই বদলে যাওয়াই
একদিন,বদলে দেবে বাংলাদেশ।আসুন বদলে যাই,বদলে দেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন রূপে খাগড়াছড়ি জেলার এই প্রথম বারের মতো নদীর ভারসাম্য রক্ষা করতে পথচলা শুরু করেছে ক্লিন রিভার বাংলাদেশ।

নতুন বছরের ২য় দিন ভিন্নভাবে উদযাপন করলো বাংলাদেশের নদী রক্ষার অতন্দ্র প্রহরী ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি জেলা।আজ ২ জানুয়ারি ২০২১ রবিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রতিকী  পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি জেলা টিম।খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া নদীতে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ক্লিন রিভার বাংলাদেশ সংগঠনের প্রধান নির্বাহী সোহাগ মহাজন। অভিযানে ধলিয়া নদী থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ময়লা আর্বজনা অপসারন করা হয়।
নদী প্রকৃতির রাজপথ,এই ধরার ধমনী হচ্ছে নদী,পৃথিবীর জীব ও প্রানীকূলের বেচেঁ থাকার প্রধান উপজিব্য এই নদী।বাংলাদেশের প্রেক্ষাপটে নদী আরও বেশী গুরুত্বপূর্ণ।কারন বাংলাদেশের
প্রাণ-প্রকৃতি,জীববৈচিত্র,পরিবেশ-প্রতিবেশ,জীবনযাত্রা,ব্যাবসা-বানিজ্য আর অর্থনিতীর মূল চালিকাশক্তি হচ্ছে এই নদী।বাংলাদেশের প্রতিটি পড়তে,পড়তে গড়ে উঠা এই নদী আমাদের মায়েরমত আচঁল বিছিয়ে পরম মমতায় আবিষ্ট করে রেখেছে এই নদী।তাইতো সারাবিশ্ব বাংলাদেশকে নদীমাতৃক বাংলাদেশ নামেই চেনে।যে নদীর আশির্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশের সূচনা ও অগ্রগতি।সেই নদীকে আমরা বানিয়েছি ডাষ্টবিন।আমাদের আশির্বাদ এই নদীকে আজ আমরা অভিশাপ হিসেবে প্রতিপন্ন করছি।দখল,দূষণের ভারে জর্জরিত একেকটি নদী যেন আজ মৃতপ্রায়।

বাংলাদেশের সূচনা লগ্নে ১৯৭১ সালে বাংলাদেশের নদীর সংখ্যা ছিল ১২৭৪ টি আর বর্তমানে শুষ্ক মৌসুমে মাত্র ২০০ থেকে ২৫০ টি নদীর অস্তিত্ব পাওয়া যায় আর বাংলাদেশ নদী রক্ষা কমিশনের সমীক্ষা অনুযায়ী বর্ষাকালে বাংলাদেশে প্রায় ৬০০-৬৫০টি নদীর অস্ত্বিত্ব পাওয়া যায়।স্বাধীনতার ৫০ বছরে অব্যাহত নদীর দখল,দূষণ,অপরিকল্পিত নগরায়ন,অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন কারনে ইতিমধ্যেই প্রায় অর্ধেক নদী বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে।তাই জীবন্তসত্তা এই নদীকে ধারাবাহিক ভাবে হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশ নদীর সংখ্যা শুন্যের কোঠায় পৌছে যাবে।তাই জীবন্তসত্তা সদা বহমান এই নদীর সাথে একাত্ততা প্রকাশ করতে ও নদী রক্ষায়, বাংলাদেশের নদী রক্ষার অতন্ত্র প্রহরী ক্লিন রিভার বাংলাদেশের
আয়োজন “বাংলাদেশ রিভার ট্যুর”। নতুন বছর ২০২২ সাল জুরে,ক্লিন রিভার বাংলাদেশ ভ্রমণ করবে প্রতিটি নদী এবং তুলে আনবে বাংলাদেশের নদী সমুহের দখল,দূষনের প্রকৃতি অবস্থা এবং নদী  দখল,দূষণ  রক্ষায় কাজ করবে সারাদেশ জুরে।
গত ২৪ ডিসেম্বর বন্দর নগরী চট্রগাম বিভাগ থেকে শুরু হয়ে “বাংলাদেশ রিভার ট্যুর”এর কার্যক্রম চলছে সারা বছর জুরে।তাই নদী মাতাকে রক্ষার এই মিশনে আপনিও আসুন আমাদের সাথে,
পাশে থাকুন,সমর্থন দিন।