সংবাদ শিরোনাম ::
শিক্ষাগত যোগ্যতার-আইন মানা হচ্ছেনা-ইউনিয়ন প্রতিনিধি নির্বাচনে।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:২১:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ৩৮৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ-ক্রাইম নিউজ:
দেশের তৃণমূলে-ইউনিয়ন পরিষদের-জনপ্রতিনিধি নির্বাচনে-অংশগ্রহনকারী প্রতিনিধিদের জন্য-নতুন আইন করে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চেয়ারম্যান ও মেম্বারদের জন্য-উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যা নাগরিকদের জন্য-মঙ্গল বয়ে আনবে।
সরেজমিনে তথ্য সংগ্রহ করে দেখা যায়-যারা নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রতীক নিয়ে এসেছেন- তাদের বেশিরভাগই পঞ্চম শ্রেণী পাশের যোগ্যতা নেই। তথ্য সংগ্রহ করতে গেলে- কুমিল্লা জেলার- সদরের-৩নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনয়নের এক ভোটার জানান-ভাই আইন যদি থাকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে-তবে আমি দেখছি বেশিরভাগই প্রাইমারি স্কুল পাশ করেনি। তাহলে- তারা প্রতীক নিয়ে এসে- প্রচারে অংশগ্রহণ করছে কি করে? প্রতিউত্তরে তাকে বললাম-তাহলে আপনিই বলেন কি করে এসব হচ্ছে? উত্তরে তিনি বলেন-নির্বাচনের সাথে জড়িত সরকারি অসাধু কর্মকর্তারা-অবৈধ অর্থের বিনিময় ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতীক দিচ্ছে-নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যা রাষ্ট্রের জন্য হুমকি।
সরকারের উচিত-শুরুতেই এইসব আইন অমান্যকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে-সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে অনুরোধ জানান- ভোটারগণ। যা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
আরো খবর.......