ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড

পাকিস্তান সিরিজের আগে ক্যারিবীয় দলে ৩ দুঃসংবাদ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:১৩:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / ৩৪৯ ৫০০০.০ বার পাঠক

খেলার রিপোর্ট।।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন দুঃসংবাদ এলো ক্যারিবীয় শিবিরে।

উইন্ডিজ ক্রিকেট দলের তিন ক্রিকেটারসহ চারজনের শরীরে মিলেছে প্রাণঘাতী করোনাভাইরাস।

আক্রান্ত ক্রিকেটাররা হলেন— বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য।
তারা করোনা পজিটিভ হওয়ার পর পর আইসোলেশনে চলে গেছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ দলটি বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছে। বাবর আজমদের বিপক্ষে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে তারা। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে মাত্র ১০ দিনেই সমাপ্ত হবে সফরটি।

যে কারণে দলের এই তিন সেরা তারকাকে সফরে পাওয়া প্রায় অনিশ্চিত। বিষয়টি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই বটে।

এমনিতেই পাকিস্তার সফরে পূর্ণ শক্তির দল পায়নি উইন্ডিজ।ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট থেকে সেরে না ওঠায় অধিনায়ক কাইরন পোলার্ড আছে দলের বাইরে।

এরই মধ্যে এ তিন তারকাকে হারালে পাকিস্তানের মতো শক্তিশালী দলটির বিপক্ষে ক্যারিবীয়দের জন্য সিরিজটি বেশ কঠিন হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে সিরিজ সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান প্রশাসন।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিরাপত্তায় থাকবেন ৮৮৯ কমান্ডোসহ পাকিস্তানের চার হাজারের বেশি নিরাপত্তাকর্মী। এদের মধ্যে ৪৬ সহকারী সুপারিনটেনডেন্ট, করাচি পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তা, ৩১৫ এনজিও,  তিন হাজার ৮২২ কনস্টেবল ও ৫০ নারী পুলিশ, র্যা পিড রেসপন্স ফোর্সের ৫০০ জন এবং ৮৮৯ কমান্ডো নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তান সিরিজের আগে ক্যারিবীয় দলে ৩ দুঃসংবাদ

আপডেট টাইম : ০৭:১৩:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

খেলার রিপোর্ট।।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন দুঃসংবাদ এলো ক্যারিবীয় শিবিরে।

উইন্ডিজ ক্রিকেট দলের তিন ক্রিকেটারসহ চারজনের শরীরে মিলেছে প্রাণঘাতী করোনাভাইরাস।

আক্রান্ত ক্রিকেটাররা হলেন— বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য।
তারা করোনা পজিটিভ হওয়ার পর পর আইসোলেশনে চলে গেছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ দলটি বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছে। বাবর আজমদের বিপক্ষে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে তারা। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে মাত্র ১০ দিনেই সমাপ্ত হবে সফরটি।

যে কারণে দলের এই তিন সেরা তারকাকে সফরে পাওয়া প্রায় অনিশ্চিত। বিষয়টি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই বটে।

এমনিতেই পাকিস্তার সফরে পূর্ণ শক্তির দল পায়নি উইন্ডিজ।ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট থেকে সেরে না ওঠায় অধিনায়ক কাইরন পোলার্ড আছে দলের বাইরে।

এরই মধ্যে এ তিন তারকাকে হারালে পাকিস্তানের মতো শক্তিশালী দলটির বিপক্ষে ক্যারিবীয়দের জন্য সিরিজটি বেশ কঠিন হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে সিরিজ সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান প্রশাসন।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিরাপত্তায় থাকবেন ৮৮৯ কমান্ডোসহ পাকিস্তানের চার হাজারের বেশি নিরাপত্তাকর্মী। এদের মধ্যে ৪৬ সহকারী সুপারিনটেনডেন্ট, করাচি পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তা, ৩১৫ এনজিও,  তিন হাজার ৮২২ কনস্টেবল ও ৫০ নারী পুলিশ, র্যা পিড রেসপন্স ফোর্সের ৫০০ জন এবং ৮৮৯ কমান্ডো নিরাপত্তার দায়িত্বে থাকবেন।