শোয়েব হোসেন —
আধ্যাত্মিক প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির লক্ষ্যে পরিচালিত খানকায়ে আহমদিয়ার ২৮তম অনলাইন কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৪ দিনব্যাপী এই কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেন আধ্যাত্মিক অন্বেষণকারীরা।
রবিবার (২৭ জুলাই) রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবার প্রথমবারের মতো কিছু জিনও এই কোর্সে অংশগ্রহণ করেছে, যা আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য ঘটনা।
কোর্সে অংশগ্রহণকারীরা কাশফ (অদৃশ্য জগতের কিছু দর্শন), ইলহাম (আল্লাহর পক্ষ থেকে অন্তর্দৃষ্টি) এবং আত্মিক প্রশান্তির এক অভাবনীয় অভিজ্ঞতা লাভ করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
খানকায়ে আহমদিয়ার পরিচালক ও জাতীয় মুফতি বোর্ড ঢাকা মহানগরের সভাপতি মুফতি আব্দুল মতিন আহমদী (হাফিজাহুল্লাহ) সমাপনী ভাষণে বলেন—
“আত্মিক উন্নতি শুধুমাত্র জ্ঞান বা পাঠ্য বিষয়ের ওপর নির্ভর করে না। হৃদয়ে আল্লাহর নূর প্রতিষ্ঠা হলে কাশফ ও ইলহামের দরজা খুলে যায়।”
প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এই কোর্সের মাধ্যমে তাযকিয়া (আত্মশুদ্ধি) ও তাসাউফের (ইসলামি আধ্যাত্মিকতা) চর্চায় যুক্ত হন এবং এক নতুন আধ্যাত্মিক বাস্তবতার অভিজ্ঞতা অর্জন করেন।
📅 নতুন কোর্সের ঘোষণা:
২৮তম কোর্স শেষ হবার পরপরই আগামী ১ আগস্ট ২০২৫, রাত ৯:৪৫ মিনিটে ২৯তম অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক আগ্রহী শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
এছাড়া মহিলাদের জন্য ৪০ দিনব্যাপী একটি আবাসিক কোর্স এবং ২ মাসব্যাপী একটি সাপ্তাহিক (জুমাবারভিত্তিক) কোর্স ১ আগস্ট থেকে শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, এগুলোর মাধ্যমে আধ্যাত্মিক আত্মশুদ্ধির একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
🏛️ খানকায়ে আহমদিয়া সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
২০১২ সাল থেকে পরিচালিত খানকায়ে আহমদিয়া একটি সুপ্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এটি দীর্ঘদিন ধরে কাশফ, ইলহাম এবং আত্মশুদ্ধির পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে। বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটি আধ্যাত্মিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণের নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হয়েছে।
📍 ঠিকানা: মোহাম্মদপুর, বসিলা ব্রিজ পার, দুদু মার্কেট, ঢাকা
📞 যোগাযোগ: 01310966746
🌐 ওয়েবসাইট: www.khankaeahmadia.com
প্রিন্ট
																			
																নিজস্ব সংবাদ :								 




















