সংবাদ শিরোনাম ::
কুমিল্লা থেকে গাঁজা এনে পুলিশের জালে আটক দুই মাদক ব্যবসায়ী
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:২৭:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ৩৯৩ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা।।
মোংলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে মোংলা নদীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজার একটি চালান উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদ্বয় হলেন- উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ হাবিবুর রহমান শেখের ছেলে মোঃ নুর আলী শেখ (২৮) ও শাহাদাৎ হোসেনের ছেলে নুর আলম (২৫)।
মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন এরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে বিক্রি করে। আমাদের কাছে খবর ছিল বৃহস্পতিবার তারা কুমিল্লা থেকে গাঁজার একটি চালান মোংলায় আনবে, সে তথ্যমতে এস আই অমিত কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোরে মোংলা নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম
আরো খবর.......