গোপন সংবাদের ভিত্তিতে ৯২ লক্ষ টাকার ইলিশ সহ এক ব্যবসায়ীকে আটক করেন র্যাব

- আপডেট টাইম : ০৭:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ২২০ ১৫০০০.০ বার পাঠক
গোপন সংবাদের ভিত্তিতে ৯২ লক্ষ টাকার ইলিশ সহ এক ব্যবসায়ীকে আটক করেন র্যাব
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ )
বিভাগীয় ব্যুরো প্রধান,চট্টগ্রামঃ
বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ হাজার ৫শ’ ৭৮ কেজি ইলিশসহ এক বসায়ীকে আটক করেছে রেপিড একশন ব্যাটেলিয়ন র্যাব।
আটককৃত ইলিশের বাজার মূল্য প্রায় ৯২ লাখ টাকা।
রোববার (২৪ অক্টোবর) স্থানীয় ফুল চৌধুরী পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যবসায়ীর নাম হলো মো. সাইফুল ইসলাম (৫২) তার বাডি উত্তর হালিশহর শাহজাহান বেকারী এলাকার মৃত মো. ইদ্রিসের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে হালিশহর থানা এলাকা থেকে ১১ হাজার ৫শ’ ৭৮ কেজি ইলিশসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। জব্দকৃত ইলিশগুলোর আনুমানিক মূল্য ৯২ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে সব ধরনের ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, সরকারী প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ করা হয়। প্রজ্ঞাপন জারীর পর থেকেই ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ করে দিতে মা ইলিশ রক্ষায় র্যাব এ বিষয়ে ব্যাপক গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।