ইসরাইলের আরও অবৈধ বসতি গড়ার পরিকল্পনার নিন্দা তুরস্কের
- আপডেট টাইম : ০১:২৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরাইল নতুন করে ইহুদিদের জন্য আরও তিন হাজার ১০০টি অবৈধ ঘর নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
অধিকৃত পশ্চিমতীরে আগামী সপ্তাহ থেকে অবৈধ ওই ইহুদি বসতির নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে ইসরাইল। খবর ডেইলি সাবাহর।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, এভাবে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে ফিলিস্তিনিদের একের পর এক ভূখণ্ড দখল করে অবৈধ ইহুদি বসতি গড়তে থাকলে দ্বি-রাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যাবে।
দখলদার ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনিদের অধিকার ও ভূমি রক্ষায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
একই সঙ্গে ফিলিস্তিনের ছয়টি মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘটনায়ও ইহুদিবাদী দেশটির কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক।